পাতা:স্ত্রী-রোগ.djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bor স্ত্রী-রোগ । ভাল হয় প্রবিষ্ট করানের সময়ে বিটুপদেশে আঘাত লাগিতে পারে। যোনিমধ্যে ঘুরাণ যায় না এবং যোনির অগ্র-প্রাচীর-অভ্যস্তরের অবস্থা দর্শনে বিঘ্ন উপস্থিত করে। কিন্তু স্পেচুলা বা অঙ্গুলী দ্বারা ঐ প্রাচীর ঠেলিয়া রাখিলে এই অস্থবিধা দূর হয়। + يحسد---- - سمر ১৬শ চিত্র। সিমস ডক্বিল স্পেকুলাম । পাশ্ব বা উত্তানভাবে শয়ান করাইয়া স্পেকুলাম প্রবেশ করাইতে হয়। শীর্ষ অপেক্ষা নিতম্বদেশ উচ্চে থাকিলে যোনি অধিক প্রসারিত হয় । সহকারিণী পশ্চাদ্ভাগে থাকিলে তিনি তর্জনী ও অঙ্গুষ্ঠের সাহায্যে যোনির দক্ষিণ পাশ্বের ওষ্ঠ উত্তোলিত করিবেন। চিকিৎসক স্বয়ং বাম হস্ত দ্বারা ঐ কার্যা করিতে পারেন। স্পেকুলাম স্বাভাবিক উষ্ণ ও তৈল-মণ্ডিত করিয়া দক্ষিণ ইস্তের তর্জনী ও অঙ্গুষ্ঠ দ্বারা ধারণ করিয়া যোনি-মুখের নিকট লইয়া যাইবেন । তৎপর স্পেকুলামের গোল অন্ত যোনির মধ্যে এরূপ ভাবে সংস্থাপন করিবেন যে, তাহার ফলকের মুজিদিক যোনির অগ্র প্রাচীরের অভিমুখে এবং কুজ দিক যোনির পশ্চাৎ প্রাচীরের সহিত সংলগ্ন থাকে। তৎপর যন্ত্রের বক্রাংশে ঈষৎ তিৰ্য্যকৃভাবে পশ্চাদৃদ্ধদিকে সঞ্চাপ দিলেই যোনিমধ্যে প্রবেশ করিবে। এবং অন্ত হন্তের অঙ্গুলী দ্বারা যোনির অগ্রপ্রাচীর পৃথক্ করিলে জরায়ু মুখ দেখা যাইবে । অন্ত সাহায্যকারী উপস্থিত