পাতা:স্ত্রী-রোগ.djvu/১১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রোগ-পরীক্ষণ । go মধ্যে সাউও প্রবেশ করিলে সুন্থীর সাহায্যে ঐ বিষ দূর করা । যাইতে পারে। অগ্র বা 'পশ্চাৎ বক্রত বর্তমান থাকিলে সাউণ্ড প্রবেশ করান কষ্টকর। এরূপ স্থলে বক্রতানুসারে গ্রীবার অগ্র বা ২২শ চিত্র। সাউণ্ড করানের দ্বিতীয় অবস্থা । পশ্চার্দুিকে দুইটা অঙ্গুলী প্রবেশ করাইয়া বক্রতার বিপরীতদিকে ঠেলিয়া দিবে এবং সেই সময়েই সাউণ্ড প্রবেশ করাইতে চেষ্টা করবে। কয়েকবার চেষ্টা করিয়া অকৃতকাৰ্য হইলে কয়েক দিবস পর পুনৰ্ব্বার চেষ্টা করিবে। সাউও প্রবেশ কৰাইয়া ঘুরাইয়া ও তৎসহ অঙ্গুলীর সঞ্চাপ দিয়া জরায়ু অস্বাভাবিক অবস্থান হইতে