পাতা:স্ত্রী-রোগ.djvu/১১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

@や স্ত্রী-রোগ । স্বাভাবিক অবস্থানে আনয়ন করা যায়, কিন্তু তাহা স্থায়ী হয় না। স্থায়ী করার জন্য পেশারী ব্যবহার আবগুক ৷ সাউণ্ড প্রবেশ করানর ফলে জরায়ু ও অণ্ডাশয়ের প্রদাঙ্গ, জরায়ু-প্রাচীরে ছিদ্র এবং শোণিতস্রাব কষ্টতে পারে । r 彎 সাউণ্ড প্রবিঃ হওয়ার সময়ে বাধা প্রাপ্ত হইলে কখনই বল প্রয়োগ করিবে না । বাধা প্রাপ্ত হইলে সাউণ্ড বর্তির্গত করতঃ পুনৰ্ব্বার প্রবেশ করানর চেষ্ট। এবং তাঙ্গতে অকৃতকার্য্য হইলে নমনীয় রৌপ্যশলাকা ভিন্ন ভিন্ন রূপে বক্র করিয়া প্রবেশ করাষ্টতে চেষ্টা করিবে । ĒfĚzi-szz EffizīrēĮ ( Utero-abdominal ) sists জরায়ু-গহবরে সাউণ্ড এবং নিম্নোদরে হস্ত দ্বারা পরীক্ষা করিয়া প্রথমে জরায়ুর সঞ্চলনশীলতা, উত্তেজনা, দৈর্ঘ্য প্রভূতি স্থির করিয়া তৎপর অৰ্ব্ব দাদির সহিত জরায়ুর সম্বন্ধ এবং অপর অবস্থা স্থির করা আবহ্যক । ইউটিরো-রেক্টাল (Utoro-rectal) পরীক্ষার সময়ে সাউণ্ড জরায়ুগম্বরে থাকা সত্বেই সরলাস্ত্রমধ্যে অঙ্গুলী দিয়া জরায়ুর পশ্চাৎ প্রাচীর পরীক্ষা করত: তত্রস্ত সংযোগ, অৰ্ব্বদ, জরায়ুর পশ্চাৎবক্রতা বা মুক্তিতার পরিমাণ, এবং সঞ্চলনশীলতাদি স্থির করা যায় । - টেণ্ট (Tent) অর্থাৎ ইটিরাইন ডাইলেটার।—ইহা আৰ্দ্ৰত শোষণ করতঃ ফীত হইয়া জরায়ু-গ্রীব প্রসারিত করে । তজ্জন্তু রোগ নির্ণয় এবং চিকিৎসা উভয় উদ্দেশুেই ব্যবহৃত হয়। জরায়ুগ্রহরে পলিপস্, সৌত্ৰিক অৰ্ব্বদ, প্লৈয়িক ঝিল্লির অস্বাভাবিক অবস্থা, কু্যানসার, ফুলের কোন অংশ আবদ্ধ থাক, জবায়ু-গহবর হইতে শোণিত ও-দুৰ্গন্ধ । শ্ৰাব প্রভৃতির প্রকৃত অবস্থা নির্ণয় এবং হাইডেটড়, ফুল ও পলিপস