পাতা:স্ত্রী-রোগ.djvu/১৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জননেন্দ্রিয় সংশ্লিষ্ট সামান্তু অস্ত্রোপচার । Ե (, مسسسسسسسb •.' ਲਫ਼ੀ খণ্ডে লবণ মণ্ডিত করুতঃ প্রয়োগ করিলে সম্পূর্ণ অসাড় Aহয়। উদরের মধ্য-রেখায় ট্রোকার বিদ্ধ করাই রীতি। কোন কোন স্থল কঠিন পদার্থের অবরোধ জন্ত অন্য স্থানেও বিদ্ধ করা যাইতে পারে। ট্রোকার বিদ্ধ করার পূৰ্ব্বে একথও বস্তু ভাজ ও তার উপর পরিবেষ্টন করতঃ দুই অন্ত বিপরীত দিক চাইতে টানিয়া রাখিলে তরল পদার্থ বহির্গমনের সুবিধা এবং বৃহৎ শোণিতবাহিকার উপর সঞ্চাপ প্রয়োগ করা হয়। রোগিণীকে শয্যার এক পাশ্বে এমত ভাবে শয়ান করাইবে যে, তাহার উদর পাশ্বে থাকে । যে পাত্রে তরল পদার্থ ধরিতে হুইবে, তাহাতে অল্প পরিমাণ পচননিবারক জল রাখা উচিত । ট্রোকার সংলগ্ন রবারের নল এই জল মধ্যে নিমজ্জিত রাণিলে বায়ু প্রবেশের আশঙ্ক; * হ্রাস হয় । পিউবিস এবং নাভির মধ্যস্থলে, মধ্য-রেখায় ট্রোকার প্রবেশ করাইয়া কোষ বিদ্ধ করিতে হয় । ট্রোকার সহজে প্রবিষ্ট হইবে না বিবেচিত হইলে ত্বকে ক্ষুদ্র কণ্ঠন করিয়। তন্মধ্য দিয়া ট্রোকার প্রবেশ করাইলে । অৰ্ব্বদ ভিন্ন ভিন্ন কোপ বিশিষ্ট হইলে টোকার একেবারে বহির্গত না করিয়াই এক চাইতে অপবে প্রবেশ করান যাইতে পারে। রস বহির্গত হওয়া বন্ধ ইষ্টলে এমন্ত সাবধানে টোকার বহির্গত করিয়া লইবে যে, বায়ু প্রবেশ বা প্রদাঙ্গেtংপন্ন ঠষ্টতে না পারে। ক্ষত পচননিবারক শুষ্ক ঔষধ স্বারা আবৃত এবং কর্বন বৃহৎ হইয়ু থাকিলে সেগষ্ট করিবে । ষ্টিকিন প্লাষ্ট্যর দ্বারা একত্রিত, অষ্টিডোফরম প্রক্ষেপ এলপচননিবারক ভূল দ্বারা আবৃত করিয়া বন্ধন বেষ্টন করিলেষ্ট ষ্টতে পারে। - * ভেজাইন্যাল প্যারাসেন্টিসিস্ (Vaginal paracentesis) | অর্থাৎ ‘যোনি মধ্য দিয়া বিদ্ধ করা।—অগুrধারের কোষের ও অন্ত কোৱাৰ্ব্বদের তরল পদার্থ কোন কোন স্থলে ঘোনি মধ্য দিয়া বহির্গত করার আবগুক হইতে পারে। ডগলাসের পাউচ বা বস্তিগহবরের অদ্য