পাতা:স্ত্রী-রোগ.djvu/১৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ই ৪ স্ত্রী-রোগ ।

  • - Fo আৰ্ত্তধলাব সহ বিনা বেদনাতেও বুলি নির্গত হয়, কোন

K' 685 صليهض বেদন ইয়, তৎপর ঝিল্লি নির্গত হয়। কোন কোন স্ত্রীলোকের" পীড়া সমস্ত আৰ্ত্তবস্তাবের বয়স পর্য্যস্ত বর্তমান থাকে। বেদন প্রথমে উদরের নিম্নাংশে শূলবৎ প্রকৃতিতে আরম্ভ হইয়। তৎপর সমস্ত জননেন্দ্রিয়ে পরিব্যাপ্ত হয় । আৰ্ত্তবস্ত্রাব যথেষ্ট হয় কিন্তু তজ্জন্তু বেদনার নিবৃত্তি হয় মা, একদিবস পর সাবের পরিমাণ হ্রাস এবং বেদন বৃদ্ধি হয়। পরিশেষে ঝিল্লি স্তর বহির্গত হইলে বেদনার নিবৃত্তি এবং যথেষ্ট শ্রাব হয় । একবারেই সমস্ত ঝিল্লি নির্গত না হইলে পুনঃ পুনঃ এইরূপ লক্ষণ উপস্থিত হওয়ার সস্তাবনা । অভিজাত ঝিল্লি দ্বারা গ্রীবার অভ্যস্তুর মুখ অবরুদ্ধ হওয়ায় শ্রাব নির্গত হইতে পারে না, তজ্জন্ত বেদনাজনক আকুঞ্চন উপস্থিত হয় । ইহাই বেদনার কারণ । কেহ কেহ বলেন, গ্রীবার অভ্যস্তর মুখের চেতনাণিক্যই বেদনার কারণ । - * অল্প সময়ের গর্ভস্রাব, জরায়ুর বহিভাগে গর্ভসঞ্চার জন্ত জরায়ুর গহবরের অভিজাত ঝিল্লিবৎ স্ত্ৰাব, দ্বিজরায়ু স্থলে গর্ভ জন্ত ডেলিডিউয়া স্রাব, জরায়ুর সৌত্রিক ছাচ, পরিবর্তিত সংযত শোণিত চাপ, এবং যোনি ও মুত্রাশয়ের ঝিল্লিবং স্লাবের সহিত ভ্রম হইতে পারে। এই শ্রেণীর রজ:কৃচ্ছ পীড়ার সহিত প্রায়শ: জরায়ুর পুরাতন প্রদাহ বৰ্ত্তমান থাকে । - '. রোগোৎপত্তির প্রকৃত কারণ কি, তাহা স্থির হয় নাই । . চিকিৎসী –ঞমিক বুজী বা টেণ্ট দ্বারা জরায়ু-গ্ৰীব প্রসারিত করত: জরায়ু-গহবর ੈ। দিয়া ক্রোমিক এসিড দ্রব প্রয়োগ করিয়া তৎণর নিয়মিত করা কৰ্ত্তব্য। ফিউজড নাইট্রেট অফ সিলভার, সলফেট অব জিম্ব নাইটিক এসিড, আইওডিন, কাৰ্ব্বলিক এসিড একথাইওল ইত্যাদির কোন একটা প্রয়োগ কর। যাইতে পারে । উভয়