পাতা:স্ত্রী-রোগ.djvu/২৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

•ाञ्चोडिक ब्लास्त्र७ । እግእ --- ---- SAASAASAA AAAAMSMSASMSS খ্ৰীচ মমুভূত হয় । সরলাস্ত্র ও যোনি—এই উভয় পথে পরীক্ষা করি৯ मि:गtनाश हeब्रा बाहेरङ गाएब्र। दांय श्रखत ठब्éर्मौ अत्रूणौ नब्रणाज्ञ মধ্যে প্রবেশ করাষ্টয় সরলান্ত্রের প্রাচীরে জরায়ুর উৰ্দ্ধাংশ ও দক্ষিণ হস্তের অক্ষুণী ঘোনিমধ্যে প্রবেশ করাইয়া তদ্বারা জরায়ুর গ্রীব আকর্যণ এবং সঞ্চালিত করিলে জরায়ুর বক্রাবস্থা, সঞ্চালনশীলতা ও আবদ্ধতা ইত্যাদি বিষয় অবগত হওয়া যায়। বস্তিগহবরের মধ্যে কোন স্থানে তরল পদার্থ সঞ্চিত আছে কি না, সমোহ হইলে উভয় হস্তের পরীক্ষায় তাহ স্থির কয় । ইহাতেও নিঃসন্দেছ ফষ্টতে না পারিলে জরায়ুগহবরে সাউণ্ড প্রবেশ করাইয়া সন্দেহভঞ্জন করা উচিত। সাউও প্রবেশ করাইতে হইলে পাশ্চাতিক স্থানভ্রষ্টতার অপেক্ষা পাশ্চাতিক মুক্তিতায় অধিক সতর্কতাবলম্বন বিধেয় । জরায়ুগহবর যে ভাবে বক্র হইয়াছে, সাউগুও তদ্রুপ বক্র করিয়া প্রবেশ করাইতে হয় । , সাউণ্ডের মুষ্টি শিথিলভাবে দক্ষিণ হস্তে এরূপ ভাবে ধরতে হইবে যে, তাহার স্বাক্তfদক সম্মুখাভিমুখে থাকে, তৎপর বাম হস্তের অঙ্গুলীর সাহায্যে গ্রীবার অভ্যস্তর মুখ পৰ্য্যস্ত সাউও প্রবেশ করাষ্টয়। লাউও এরূপ ভাবে ঘুরাষ্টবে যে, তাঙ্গ পাখদিয়া অৰ্দ্ধচক্রে ঘুরিয়া আসিলে সাউণ্ডের স্থ্যজদিক পশ্চাদভিমুখে এবং মুষ্টি সম্মুখদিকে পিউবিসের অভিমুখে আইসে। গম্বর মধ্যে সাউও প্রথিষ্ট করার সময়ে বাম হস্তের অঙ্গুলী যোনিমধ্যে প্রবেশ করাইয়া তদ্বারা ফওস উখিত করিয়া পরিলে অপেক্ষাকৃত সহজে সাষ্টও প্রবিষ্ট চট্টতে পারে। যে সকল স্থলে জরায়ুর মুখ অত্যধিক সন্মুপদিকে—অধিক, উৰ্দ্ধে অবস্থিত হয়, সেই সকল স্থলে সাউণ্ডের হাজদিক সেক্রমের অভিমুখে রাখিয় প্রবেশ করাইতে ছয় । চিকিৎসা –পাশ্চাতিক স্থানভ্রষ্টতার চিকিৎসায় যে যে নিয়ম অবলম্বনীয়, পশ্চায়,াজতাতেও সেই সেই প্রণালী অবলম্বন করিতে হয়।