পাতা:স্ত্রী-রোগ.djvu/৩৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* RO গ্রী-রোগ জরায়ুর দেহের বা গ্রীবার গ্রন্থি প্রসারিত হইয়া মধ্যে বৃহৎ কোষ বিশিষ্ট হইলে তাঙ্গ মিষ্টিক (Cystic) পলিপস্ নামে উক্ত হয়। গ্রন্থি সমূহ অত্যন্ত বৃহৎ এবং সংখ্যায় অধিক হইলে চ্যানেলড় ( Channelled ) পলিপস্ নাম দেওয়া হয়। সংযোগ-তন্তু ঘন সন্নিবিষ্ট এবং গ্রস্থির সংখ্য যৎসামান্ত হইলে ফাইব্রো-সেলুলার ( Fibro-cellular) 471 to ৩ । সৌত্রিক ( Fibrous ফাইব্রস ) ! –ইহ। পৈশিক এবং ংযোগ তন্তু দ্বার। প্রস্তু ত হয় । সৌত্রিক তন্তু অধিক থাকে । সৌত্রিক অৰ্ব্বদের প্রকৃতি ও লক্ষণ পিশিষ্ট । - 8 | প্ল্য। সেণ্ট্যাল ( Placental ) পলিপস্ —ফুলের আবদ্ধ অংশ জরায়ু-গঠনের সঠিত সম্মিলিত হই পৰিপোষিত হইলে উৎপন্ন হয়। গর্ভস্রাব ব| প্রসব সংশ্লেষ্ট । (t ) ফাইব্রিনাস (Fibrinous) পলিপস্ জরায়ুর দেহের সহিত ংলগ্ন থাকে। নিঃস্থত শোণিতের সৌত্রিক বিধান পরিপোষিত হক্রয় উৎপর হয় । ৬ । পলিপসের গঠনে মারাত্মক বৰ্দ্ধন ( Malignant growths of polypoid form) রৈখিক পলিপস লালবর্ণ বিশিষ্ট অর্বুদ, সামান্ত মটরের আয়তন হইতে বৃহৎ ডিম্বের অন্থকপ আয়তন বশিষ্ট কষ্টতে পারে। জরায়ুর গ্রীবায় আবদ্ধ বা বৃন্ত দ্বার সংলগ্ন থাকিয় দোদুল্যমানাবস্থায় থাকিতে দেখা যায়। সাধারণত: ঈহ! গোলাকার, কিন্তু কখন কখনু কুকুটশিখাব অনুরূপ আকৃতিতেও উৎপন্ন হইতে দেখা যায়। গ্রীবার যে স্থানে সংলগ্ন থাকে, তথায় প্রদাঃে ব লক্ষণ বর্তমান থুকে । কোমল প্রকৃতি বিশিষ্ট । শোণিত শ্ৰাব, শ্বেত বা পীতাভ বর্ণ বিশিষ্ট স্রাব, বজঃকৃচ্ছে র লক্ষণ, আৰ্ত্তব শোণিতের আধিক্য, সঙ্গমসময়ে বা