পাতা:স্ত্রী-রোগ.djvu/৩৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জরায়ুর পলিপস্ । షా వెళ9 পলিপস্ স্থির করার জন্ত গ্রীবা সম্পূর্ণ প্রসারিত করা কর্তব্য। অনেক সময়ে অতি সহজে স্থির হয়, আবার কখন বা অবস্থান ও আয়তন ভিন্ন হওয়ায় নির্ণয় করা অত্যন্ত কঠিন। বৃহৎ পলিপস্ জরায়ুর বাহিরে থাকিলে জরায়ু উন্টান বা প্রণাপন্সাসের "সহিত ভ্রম হইতে পারে। অনেক সময়ে ক্ষুদ্র পলিপস অঙ্গুণীসহ গ্রীব। হইতে জরায়ু গহবরে প্রবেশ করায় পলিপাস্ নাই—এমত ভ্রম হয় । পলিপসের সাধারণ লক্ষণ —মৰ্ব্বদ ধীরে ধীরে বন্ধিত হয়। পেয়ারার অনুরূপ আকৃতি বিশিষ্ট এবং বৃত্ত যুক্ত। চৈতন্য-শক্তিবিহীন । বিদ্ধ করিলে বেদন অনুভব হয় না । ছোট বা বড় হইতে পারে । পলিপসের জন্ত প্রায় সৰ্ব্বদাই শোণিতন্ত্রাব হয় । ময়লা রক্তরসমিশ্রিত স্রাব হইতে পারে। পলিপস্ জরায়ু গহবরে অবস্থিত হইলে জরায়ু বৃহৎ হয়। তন্মধ্যে দুই বা আড়াহ ইঞ্চ পরিমাণ সাউও উদ্ধাভিমুথে প্র.েশ করে। যোনি মধ্যে অবস্থিত হইলে অনুসন্ধান করিয়া জরায়ুগ্ৰীবার সংলগ্ন বস্তু পাওয়া যাইতে পারে । ইহার উদ্ধে জরায়ুগ্ৰীবার অভ্যন্তরে দুই হইতে আড়াই ইঞ্চ পরিমাণ সাউও প্রবেশ করান যায় । দোহুল্যমান অৰ্ব্বদের নিম্নাংশে কোন মুখ বা ছিদ্র থাকে না, জরায়ুগ্ৰীবার মুপ বুস্তের সকল দিক বলয় করে পরিবেষ্টন করিয়া থাকে । জরায়ুপ্রাচীর এবং অর্বুদ এই উভয়ের মধ্য দিয়া জরায়ু গহ্বরে সাউও প্রবেশ করে । পলিপস্ এবং জরায়ু উণ্টানের পার্থক্য নির্ণয়ের পক্ষে উহ। অৱগত হওয়া বিশেয মাবস্তক । - সতর্কভাবে উভয় হস্তের পরীক্ষায় জরায়ুর ছাদ স্বাভাবিক স্থানে ও স্বাভাবিক আকৃতিতে অবস্থিত দেখা যায়। ফাগুসের কোন স্থান