পাতা:স্ত্রী-রোগ.djvu/৩৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨ જbr স্ত্রী-রোগ । এবং অৰ্ব্বদ বৃহৎ হইলে ভলসেল৮দার। বিদ্ধ করিয়া কঁচি দ্বার কৰ্ত্তন করতঃ এক এক খণ্ড করিয়া ক্রমে ক্ৰমে বহির্গত করা উচিত । এইরূপে সাবধানে বfংগত করিলে বিটপদেশ অহিত হওয়ার কোন আশঙ্কা থাকে না । সৌত্রিক পলিপস্ অত্যন্ত বৃহৎ হইলে অঙ্গুলী দ্বারা তাঙ্গান প্রশস্ত মধ্যস্থলেব উপবে তাব পরিবেষ্টন করা অসম্ভব। শুদ্ৰপ স্থলে পুৰ্ব্বোক্ত প্রণালীতে খণ্ড খণ্ড করিয়া কৰ্ত্তন কবতঃ বহিগত কবা উচিত। ঘোনিস্তিত সৌত্রিক পলিপস এই প্রণালীতে কৰ্ত্তন কবিলে অতি সামান্ত শোণিত স্রাব হওয়ার সস্তাবনা । অনেক স্থলে জরায়ু-গ্রীব। এবং প্রাচীব কৰ্ত্তন করিয়া তৎপরে পলিপস কৰ্ত্তন ও বহির্গত ব বিস্তে হয় । শ্লৈষ্মিক এবং প্ল্যাসেন্টাল পলিপস ক্ষুদ্র হইলে টাছিয়া বহিগত কবিয়া দিলেই আবোগ্য হইতে পারে । অস্ত্রোপচাবে পূৰ্ব্বে ও পৰে পচননিবাবক জলের ভূস গ্রয়োগ করা উচিত । জরায়ুগহববমধ্যস্থিত পলিপস্ বহির্গত করার পর জবায়ুব নল দ্বাবা জরায়ুগ্রহবর ধৌত কবিতে হয় ; সপ্তদশ অধ্যায় { জরায়ুর সৌত্রিক অর্বদ ( Fibroid Tumour. * ফাইব্রইড, টিউমার । ) নিদান তত্ত্ব —অদ্যান্য সৰ্ব্ব প্রকারে সুস্থ স্ত্রীলোকের বিশেষ কোন রূপ লক্ষিত পূৰ্ব্ববভী বা উদ্দীপক কারণ ব্যতীতও জরায়ুৰ