পাতা:স্ত্রী-রোগ.djvu/৩৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ළුරණ් স্ত্রী-রোগ । নির্ণয়।—জরায়ুর দেহের ীেত্রিক অর্বুদ নির্ণয় জন্ত ইতিবৃত্ত, উদর পরীক্ষা, অঙ্গুলী ও উভয় হস্তের (মলদ্বার ও ধোনি-পথে ) পরীক্ষা এবং ইউটিরাইন সাউণ্ডের দ্বারা পরীক্ষা করা আবশুক । জরায়ুর সৌত্রিক অৰ্ব্বদ নির্ণয় করা তত সহজ নহে । অনেক সময়ে বিচক্ষণ চিকিৎসকেরও ভ্রম হইতে দেখা যায়। বস্তিগহ্বরের অর্বুদ নির্ণয়ে যত ভ্রম প্রমাদ পরিলক্ষিত হয়, তত আর কোন পীড়ায় হয় না । তজ্জন্ত বিশেষ সতর্ক হইয়া ভিন্ন ভিন্ন প্রকারে পুনঃ পুনঃ পরীক্ষা করিয়া স্তির সিদ্ধান্তে উপনীত হওয়া কৰ্ত্তব্য । ইতিরক্ত –অর্বুদ সহস! উৎপন্ন হয় না, অর্বুদ সহ কোনরূপ জরের ইতিবৃত্ত থাকে না, কদাচিৎ আঘাতের ইতিবৃত্ত থাকিতে পারে । অত্যধিক আৰ্ত্তবস্ত্রাব ও শোণিত স্রাবের বিবরণ সাধারণ ; কখন কথন অনিয়মিত ও অল্প আৰ্ত্তব শ্রাবের বিবরণ থাকিতে পারে বস্তিগহবরের অসুস্থতা, মল ও মূত্রাশয়ের কষ্ট—এই সমস্ত লক্ষণ অৰ্ব্বদের অবস্থান, আয়তন এবং ক্রমিক বৃদ্ধির উপর নির্ভর করে। ইহা অণ্ডধারের কোষার্বুদ অপেক্ষ ধীরভাবে প্রকাশ পায় । অণ্ডাধারের পীড়ায় যত শীঘ্র মুখশ্ৰী শুষ্ক হয়, ইহাতে তত শীঘ্র শুষ্ক হয় না । অণ্ডাধারের কোষার্বদে শীঘ্রই মুখমণ্ডল বিবর্ণ হয়, কিন্তু বৃহৎ সৌত্রিক অর্বুদ সমন্বিত স্ত্রীলোকের ও তদ্রুপ হয় না । . বেদন থাকা दा ना থাকা অবর্বদের অবস্তানের উপর নির্ভর করে । সময়ক্রমে অন্ত্রাবরক ঝিল্লির প্রদাহ, অৰ্ব্বদের প্রদাহ এবং মল মুত্রাশয়ের ক্রিয়ার বিঘ্ন উপস্থিত হইলে বেদন হইতে পারে। অনেক সময়েই অর্বুদ বৃহৎ ইলেও বেদন থাকে না । ভিন্ন ভিন্ন লক্ষণ —উদরের নিম্নাংশ বিবৰ্দ্ধিত হুয় । উদয়প্রাচীরের বাহস্তরস্থিত শিরাসমূহ বৃহৎ হয় । অঙ্গুলী সঞ্চালনে স্বগঠিত, নিরেট, ও আবদ্ধ অৰ্ব্বদ অনুভূত হয় ।