পাতা:স্ত্রী-রোগ.djvu/৩৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জরায়ুর সৌত্রিক অর্বুদ। ❖oፃ পারে। নতুবা এই পীড়ার স্বভাব মারাত্মক নহে। কেবল আজীবন যন্ত্রণা প্রদান করে মাত্র। অর্বুদ মধ্যে বৃহৎ শোণিতবাহিক প্রবেশ করা অতি বিরল ঘটনা । কেবল শ্লৈয়িক ঝিল্লিতে রক্তাধিক্য হওয়ায় ঐক্লপ শোণিতস্রাব হয়। অর্বুদের আবরক কোষ হইতে শোণিতস্রাব হয় না। জবায়ুগ্ৰীবার সৌত্ৰিক অৰ্ব্বদ হইতে শোণিত স্রাব না হওয়াই নিয়ম। বেদন। —রজ:কুচ্ছতার বেদন বৰ্ত্তমান থাকে—বিশেষতঃ জরায়ুগ্ৰীৰাৰ অৰ্ব্বদ হইলে এই লক্ষণ প্রবল হয়। অর্বুদের বিস্তৃতি এবং সঞ্চাপ জন্ত বস্তিগহবরস্থিত স্নায়ু ও যন্ত্রাদি সঞ্চাপিত হওয়ায় বেদন উপস্তিত হয় । বেদনার প্রকৃতি কুন্থনবৎ। বস্তিগহবরের লক্ষণ —মল, মূত্রাশয় ও ইউরিটার সঞ্চাপিত হওয়ায় কোষ্ঠবদ্ধ, মল ত্যাগে কষ্ট, এবং পুনঃ পুন: মূত্ৰত্যাগ, মূত্রাবরোধ ও মূত্ৰকৃচ্ছ তার লক্ষণ উপস্থিত হয়। উদরগহবর মধ্যে মূত্র সঞ্চিত বা সূত্রে অগুলাল হইতে পাবে, ইহাতে ইউরিমিয়ার লক্ষণ উপস্থিত হওয়ার সম্ভাবন। এই জন্ত বৃহৎ সৌত্ৰিক অৰ্ব্বদ হইণে মধ্যে মধ্যে মূত্র পরীক্ষা করা উচিত। কেবল যে অগুলাল বা হাইওলিন কাষ্ট, iাকে তাহা নহে, পরস্তু ইউরিয়ার পরিমাণ ও অধিক হওয়ার সস্তাবনা । বন্ধ্যত্ব –সৌত্রিক অর্বুদ জন্ত বন্ধ্যত্ব, গর্ভ সঞ্চার হইলে তাহ আবের আশঙ্কা, এবং প্রসবান্তে অত্যন্ত শোণিতস্রাব হওয়ার সম্ভাবন । পরিণাম। (১) রদ্ধিরোধ –গৰ্ব্বদ সামান্ত মাত্র বৰ্দ্ধিত হইয়া আর নাও বৰ্দ্ধিত হইতে পারে । এই ঘটনায় রোগিণীর স্বাস্থ্যের কোন ব্যতিক্রম হয় না । (২) স্বতঃ শোষণ —আপন হইতে শোষিত হওয়া অতি বিরল ঘটনা । o (৩) স্বতঃ কোষ বিমুক্ত –মৰ্ব্বদের আবরক শ্লৈষ্মিক ঝিল্লিতে ছিন্ন বিচ্ছিন্নতা, বা পচন উপস্থিত হইলে সেই স্থান দিয়া অৰ্ব্বদ