পাতা:স্ত্রী-রোগ.djvu/৩৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(LObr স্ত্রী-রোগ । আংশিক বহির্গত হইলে জরায়ু সঙ্কোচন জন্ত তাহা একেবারে বহির্গত হইয়া যাক্টতে পারে। (৪) রন্তদ্বারা আবদ্ধ —জরায়ুর সহিত অৰ্ব্বদের সংযোগস্থল ক্রমে স্বল্প হইয়া বৃত্তবং হইলে জরায়ুর গহ্বরস্থিত অর্বুদ যোনি মধ্যে দোদুল্যমানাবস্থায় অবস্থিত হইয়া সোত্রিক পলিপসে পরিণত হয়। অন্ত্রবরক ঝিল্লির অভ্যন্তরের সৌত্ৰিক অৰ্ব্বদের উক্ত অবস্থা হইলে অন্ত যন্ত্রের সহিত আবদ্ধ বা পেরিটোনিয়মগহবর মধ্যে শিথিলাবস্থায় অবস্থিত হয় । ৫ । পুয়োৎপন্ন এবং পচন –এই ঘটনায় সন্নিকটধর্ভ অন্ত যন্ত্র ছিদ্রীভূত, পেরিটোনাইটিস, এবং সেপ্টিসিমিয়া হইতে পারে। অধুদের অংশ বিযুক্ত এবং বহির্গত হওয়ার সম্ভাবনা। সন্নিকটবর্তী অন্ত ঘন্ত্রের সহিত নানা প্রকৃতিতে আবদ্ধ হইয় থাকে ; কখন আবদ্ধ । বস্থা সহজে বিযুক্ত করা যায় । আবার কখন বা সংযুক্ত স্থান ছিন্নবিচ্ছিন্ন না করিয়া আবদ্ধাবস্থা বিযুক্ত কর। অসম্ভব হয় । অন্ত্র, অস্ত্রাবরক ঝিল্লি এবং মূত্রাশয়ের সহিত শেষোক্ত প্রকৃতির আবদ্ধাবস্থা উৎপন্ন হইতে দেখা যায় । ৬। জরায়ু উল্টান –জরায়ুর ফণ্ডসের অভ্যস্তরস্থিত অৰ্ব্বদ বহির্গত হইয়। প্রশস্ত মূলদ্বারা সম্মিলিত থাকিলে জরায়ু আংশিক উণ্টিয়া যাইতে পারে। - সুত্রকোধিক অর্বুদ ( ফাইব্রো-দিষ্টিক্ টিউমার Fibro-cystic tumour.) পার্থক্য নির্ণয় । e জননেন্দ্রিয়ের পীড়ার মধ্যে জরায়ুর স্বত্র কোষিক অর্বুদের পার্থক্য নির্ণয়ে যত ভ্রম প্রমাদ পরিলক্ষিত হয়, তদ্রপ ভ্রম প্রমাদ অন্ত ☾