পাতা:স্ত্রী-রোগ.djvu/৩৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ > ア স্ত্রী-রোগ । মল মুত্রাশয়ের কষ্ট ও বেদনা নিবারণ জন্য ব্রোমাইড এবং অবদাদক ঔষধ প্রয়োগ করা আবশুক। অর্বুদ অস্ত্রাবরক ঝিল্লির অভ্যন্তরে বৃহৎ ইষ্টলে তা বস্তিগহ্বর হইতে উদরগহ্বরাভিমুখে উঠাইয়া দিলে সঞ্চাপ জন্ত কষ্টের লাঘব হওয়ার সম্ভাবনা । মল মূত্রশিল্প পরিষ্কার রাখা উচিত । উদরগহরের অৰ্ব্বদ বৃহৎ হইলে ডায়ফ্ৰম পেশীকে সঞ্চাপিত করায় ফুসফুস ইত্যাদির শোণিত সঞ্চালনের বিঘ্ন হওয়ায় হৃৎপিণ্ডের মেদাপক্লষ্টত উপস্থিত হওয়ার সস্তাবনা । ইহাতে সাধারণ স্বাস্থ্যও বিনষ্ট হয় । শোণিত প্রার জন্যই রোগিণীর রক্তাল্পত উপস্থিত হয়, তজ্জন্ত প্রথমেই অর্গেট, হেমিমেলিস, ও সহ্য হইতে পারে এমত উষ্ণ জলের ডুম ব্যবস্থা করিবে । তাহাতে স্বফল ন হইলে জরায়ুগ্ৰীবা প্রসারিত করিয়া জরায়ুগহবর চাছিয়া টিংচার আইওডিন প্রয়োগ করবে। ইহাতেও কোন ফল ন হইলে ধমনী বন্ধন এবং তাঁহাতে সুফল না না হইলে রোগিণীর দৈহিক গুরুত্বের উপর লক্ষ্য রাখিয়া এপেষ্টলীর প্রণালীতে বৈদ্যুতিক স্রোত প্রয়োগ করিয়া দেখিবে, কিন্তু রোগিণীর রক্তশল্প তা এবং দৈহিক গুরত্ব ক্রমেই হ্রাস হইতে থাকিলে অনর্থক কাল বিলম্ব না করিয়া অর্বুদ কৰ্ত্তন করিয়া দুীভূত করাই সৎপরামর্শ। এই সমস্ত গুরুতর অস্ত্রোপচার বর্ণনার পূৰ্ব্বে অস্ত্রোপচার সম্বন্ধে পচননিবারক প্রণালী, সীবন, বন্ধন এবং আবশুৰ্কীয় দ্রব্যাদির বিষয় পুনৰ্ব্বার উল্লেখ করিব । శ్రీ 万瓦召 বিষয়ে যত সতর্ক হওয়া যায় ; অস্ত্রোপচারের পরিণামফলও তত সন্তোষজনক হয়।