পাতা:স্ত্রী-রোগ.djvu/৩৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७२br স্ত্রী-রোগ । রৌপ্যতারের বিশেষ সুবিধা এই যে, সম্পূর্ণরূপে পচনোৎপাদক পদার্থ বিবর্জিত অবস্থায় প্রাপ্ত হওয়া যায় কিন্তু অস্ববিধ এই যে, (১) আবদ্ধ বিধান কৰ্ত্তনের ও (২) তার ছিন্ন হওয়ার আশঙ্ক! এবং (৩) প্রয়োগে সময় ব্যয় হয়, পরস্তু (৪) কৰ্ত্তিত বা মোচড়ান অস্তুের সংঘর্ষণে সংলগ্ন স্থানে ক্ষত হইতে পারে। ইহা যোনি এবং fবটপদেশের অস্ত্রোপচারে অধিক ব্যবহৃত হয় । ধাতব বোতাম ও ছিদ্রযুক্ত গুলীর সঞ্চাপ দ্বারা যথোপযুক্তভাবে আবদ্ধ করিয়া রাথিতে হয় । সিল্ক ওয়ারম গট অপেক্ষাকৃত কঠিন ও এতন্মধ্যে কোন পদার্থ প্রবেশ করিতে পারে না । ইহার কষ্ঠিত অস্ত দ্বারা সংলগ্ন স্থান উত্তেজিত হয় ও গ্রস্থিবন্ধন রেসম স্থত্রের অনুরূপ কষ ও স্থায়ী হয় ১ কিনা, সন্দেহ । ব্যবহারের কিছু পূৰ্ব্বে কাৰ্ব্বলিক বা সবলাইমেট দ্রবে নিমজ্জিত করিয়া রাখ। আবস্তক । . সিল্ক ওভেনসুত্র আবশুকামুযায়ী যত ইচ্ছ। স্বক্ষ বা স্থল বিনান স্বত্র প্রাপ্ত হওয়ায় ব্যবহারের পক্ষে সুবিধা কিন্তু অভ্যস্তরে ফাক থাকায় পচনোৎপাদক পদার্থ অবস্থানের আশঙ্কা থাকে। ইহা ইচ্ছামুযায়ী পচননিবারক প্রণালীতে উপযুক্ত পাত্র মধ্যে রক্ষিতাবস্থায় ক্রয় করিতে পাওয়া ষায় । ইহা আপন হইতে শোষিত হয় । স্থল স্বত্র ক্যাটগট স্বত্রের অনুরূপ—গভীরস্তরে দীর্ঘকাল থাকিয়া শোষ ঘা উৎপন্ন করিতে পারে । স্থঙ্ক রেসম স্বত্র অস্ত্র ও অস্ত্রীবরক ঝিল্লি সেলাই এবং শোণিতবাহিকা বন্ধনের পক্ষে সুবিধাজনক । এতদ্বারা বিচ্ছিন্ন আবদ্ধ স্থান এবং ত্বক ও সেলাই করা যাইতে পারে । ক্যাটগট সুত্ৰ —সত্বরে শোষণ এবং বিধান সহ হওয়৷ সম্বন্ধে বিবেচনা করিলে ক্যাটগট রেসম স্বত্রাপেক্ষ উৎকৃষ্ট । অনেকে বন্ধন জন্ত ক্যাটগট এবং সীবন জন্ত রেসম উৎকৃষ্ট বিবেচনা করেন ।