পাতা:স্ত্রী-রোগ.djvu/৩৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সীবন ও বন্ধন । ·GIථ সেলাই প্রয়োজিত হইয় থাকে । অস্ত্রাবরক এবং পৈশিক ঝিল্লিতে অবিচ্ছিন্ন সেলাই, উদর প্রাচীরে পৃথক্ সেলাই এবং ত্বকে অবিচ্ছিন্ন সেলাই দ্বারা ক্ষত বন্ধ করা হয় । এত সম্বন্ধে যথাস্থানে উল্লিখিত হইবে । কুইলড়মুচার —জরায়ু বা তৎসংশ্লিষ্ট অংশ আবদ্ধ ও সঞ্চাপিত করিয়া ঝুলাইয়। রাথিতে হইলে কুইস্ট সুচার প্রয়োজিত হয়, বর্তমান সময়ে কাষ্ঠখণ্ড কিম্ব অন্ত পদার্থের পরিবর্কে আই ওডোফরমগজ ঐরূপ আকৃতিতে প্রস্তুত করিয়া তাহ প্রয়োগ করা হয় । গ্রন্থিবন্ধন ( Legatures ) —গ্রস্থি বন্ধন জন্ত রেশম শুভ্র উৎকৃষ্ট । এন্ধারা যেরূপ রূপ দৃঢ় বন্ধন হয়, অন্ত কোনরূপ স্বত্র দ্বারা তদ্রুপ হয় না, তবে দোষ এই যে, উদরগহবরমধ্যে অধিক সংখ্যক রেশম স্বত্র অবস্থিত হইলে বিপদের আশঙ্কা বৰ্ত্তমান থাকে । তজ্জন্ত অনেকে উদরগহবরের কোন বন্ধন জন্য ক্যাটগট স্বত্র ব্যবহার করাই সদ্বিবেচনা করেন । ধমনী ইত্যাদি কোন একটা বন্ধন করিতে ইণে সাধারণ অস্ত্র চিকিৎসাগ্রন্থে যাহা বর্ণিত আছে তৎজ্ঞানই যথেষ্ট, কিন্তু স্ত্রীজননেন্দ্রিয়ের অস্ত্রোপচারে বন্ধন সম্বন্ধে—অধুদাদির মূলদেশ কিম্ব আবদ্ধ বিধান বিযুক্ত করার পর তৎস্থান বন্ধন করিতে বিশেয অভিজ্ঞতার আবশুক । এই প্রকৃতির বন্ধন জন্ত অবস্থা বিশেষে রৌপ্যতার, রেশম স্বত্র, ক্যাটগট, এবং রবারের স্থিতিস্থাপক তার কিম্ব নল আবখক হইতে পারে। স্থল কোন স্থান বন্ধন জন্ত রেশমের স্বত্র উৎকৃষ্ট—বিশেষতঃ পাকান অপেক্ষা বিনান স্বত্র অধিকতর উপযোগ । কেবল অসুবিধা এই যে, ক্যাটগুট অপেক্ষ ইহা অধিক বিলম্বে শোষিত হয় । অতি অল্প পরিধি বিশিষ্ট কোন অংশ একবার মাত্র স্বত্র পরিবেষ্টন করিয়া বন্ধন করিলেই যথেষ্ট হইবে বিবেচনা করিলে সাধারণ