পাতা:স্ত্রী-রোগ.djvu/৪১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সৌত্রিক অৰ্ব্বদের অস্ত্রচিকিৎসা। : 心岛路 অসম্ভব নছে। অত্যস্ত সটান করিয়া ধরিয়া জরায়ুগ্ৰীবার সকল পাখ দুইবার পরিবেষ্টন করিয়া তৎপর দৃঢ়ভাবে বন্ধন বা আবদ্ধ করিতে হয় । এরূপ স্থল তার ব্যবহার করিবে যে, সবল অথচ ৰন্ধনেfপযুক্ত হইতে পারে। একচতুর্থাংশ ইঞ্চ ব্যাসবিশিষ্ট তার দ্বার। উত্তমরূপে,বন্ধন করা যাইতে পারে। অৰ্ব্বদের মুল স্থল হইলে হুচিক দ্বারা বিদ্ধ করিয়া পৃথক্ দুই অংশে বন্ধন করাই সুবিধা । শিথিল হওয়ার আশঙ্কা নিবারণ জন্ত কেহ কেহ দুই বার তার বন্ধন করেন। ţ. সেরনিউড প্রয়োগ করিলে তাহ শিথিল হুইল কি না, তৎপ্রতি দৃষ্টি রাখিতে হয় । শিথিল হইয়াছে, সন্দেহ হইলে কয়েকবার স্তু ঘুরাইয়। কষিয় দিতে হয় । অস্ত্রোপচারের পরও প্রত্যহ এই বিষয়ুটী লক্ষ্য রাখিতে হয় । - গ্রেগ স্মিথ মহাশয় বলেন—তার বা সেৱনিউড অত্যন্ত কৰিয়া শোণিত সঞ্চালন সম্পূর্ণরূপে বদ্ধ করিয়া দিলে যত শীঘ্ৰ পচন হয়, অল্প অল্প শোণিত সঞ্চালিত হইতে দিলে তদপেক্ষ। শীঘ্রই পচন উপস্থি ও হয়। ইনি চতুর্গ দিবসে ক্ল্যাম্প বহির্গত করেন । অপর অনেকে প্রত্যহ পরিস্কার করার সময়ে কঁাচী ও ফরলেপস দ্বারা পচ। পদার্থ বহির্গত করিয়া থাকেন। 鬱 উদরপ্রাচীর সেলাই —অদ্ভুদ উচ্ছেদ, মুলদেশ ছামুৰায়া প্রস্তত, এবং শোণিতশ্রাব বন্ধ হইলে পচননিবারক উষ্ণ জল সিক্ত স্পঞ্জ বা বস্ত্রখণ্ড মোচড়াইয়। শুদ্ধ করত ওদ্ধর উদরগহবর উত্তমরূপে পরিস্কার এবং শুদ্ধ করিবে । উত্তমরূপে পরিস্কার ও শুল্ক ইহলে সেলাইয়ের দ্বারা উদরপ্রাচীরের কৰ্ত্তন বন্ধ করা আবশ্বক। অৰ্ব্বদের মূলদেশের অবশিষ্ট যে অংশ উদরপ্রাচীরের বহির্দেশে আছে, তাহ উদর প্রাচীরের কৰ্ত্তনের নিম্ন কোণে স্থাপন করত: মূলদেশের নিম্নাংশের উভয় পাশ্বের পেরিটোনিয়ম ১৩৬তম চিত্র প্রদর্শিত