পাতা:স্ত্রী-রোগ.djvu/৪৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জরায়ুর গ্ৰীৰার কর্কট পীড়া । ළුණූH রূপে আরম্ভ হইয়া ক্রমে আয়তনে বৃহৎ হইতে থাকে অঙ্গুণী দ্বার। সঞ্চাপিত করিলে শ্লৈয়িক ঝিল্লির অভ্যন্তরে ক্ষুদ্র ছিটাগুলীবৎ পদার্থ নিহিত আছে, এমত বোধ হয়। এই গুটিক ক্রমে গ্রীবার অভ্যস্তরভিমুখে কিম্বা বাহ মুখের সন্নিকটে ক্রমে উচ্চ ইষ্টয় উঠে। এই সময়ে শ্নৈগ্নিক ঝিল্লিতে ক্ষত্যেৎপন্ন হইলে ক্ষত বিস্তৃত এবং আক্রান্ত স্থান বিনষ্ট হইতে থাকে। সাধারণতঃ ক্ষতে{ৎপন্ন হইতে বিলম্ব এবং তজম্ভ রোগ অ’নশ্চিত ভাবে থাকে পীড়ার প্রকৃতি ধীর হইলেও সমস্ত জরায়ু এবং তৎসন্নিকটবর্তী গঠন সত্বরে আক্রান্ত হইতে দেখা যায়। ৪ । লিমিনারী ( Leminary ) বা যোনির কর্কট রোগ।— এই শ্রেণীর পীড়। অতি বিরল। পশ্চাৎ কুল-ডি স্তকে পীড়া আরম্ভ হইয়া ক্রমে বিস্তৃত হইতে থাকে । বিস্তুত ক্ষত হয়। ক্রমে ক্রমে গ্রীষা ইত্যাদি সমস্তই আক্রাস্ত হয়। বিস্তৃতি—গ্রীবার ক্যানসার নিয়াভিমুখে—যোনিপ্রাচীরে, বাহfভমুখে-গ্রীবার চতুষ্পাশ্বস্থিত বিধান, ব্রড লিগামেণ্ট ও ষ্টউটরোসেক্রাল লিগামেণ্ট এবং উৰ্দ্ধাভিমুখে—গ্রীবারন্ধ-পথে-জরায়ুর দেহে বিস্তৃত হয় । সাধারণতঃ যোনি অভিমুখে অধিক এবং দেহে অল্পসংখ্যায় বিস্তৃত হইয়া থাকে । চতুষ্পাশ্বস্থিত বিধানও যথেষ্ট আক্রাস্ত হয়। পীড়া অধিক বিস্তৃত হইলে সঞ্চাপিত এবং ক্যানসার বিধান সঞ্চিত হওয়ায় ইউরিটার-স্থল হয়, এবং তন্মধ্যে মূত্র সঞ্চিত ইষ্টতে পারে। অত্যন্ত অধিক বিস্তৃত হইলে সম্মুখদিকে মুত্রাশয়ের প্রাচীরে এবং পশ্চাদিকে সরলান্ত্রের প্রাচীরে ক্ষত এবং পরিশেষে রন্ধ হইয়া নালী স্বারা তিনটী গহবর পরস্পর সন্মিলিত হয় । কদাচিৎ অন্ত্রাবরক ঝিল্লিতেও রন্ধু, হুইয়া থাকে । .রসবাহিকায় ক্ষত হওয়া আরও বিরল ঘটন। ধোনি মধ্যে লিমিনারী এবং প্যাপিলারীশ্রেণী ও যোনি হইতে যোনিদ্বার পর্য্যস্ত ইপিথিলিওম এবং জরায়ুর দেহে নডুলার ও পার