পাতা:স্ত্রী-রোগ.djvu/৪৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জরায়ুর গ্রীবার কর্কট পীড়। ©ፃ¢ অথচ বিশেষ কোন কষ্ট না থাকায় যথোপযুক্তভাবে চিকিৎসিত হয় নাই। মফঃস্বল হইতে কলিকাতায় কেবলমাত্র শোণিতপ্রাবের চিকিৎসার জন্ত রোগিণী আসিয়াছে, এস্থানে পরীক্ষা করিয়া জরায়ুগ্ৰীবার বিস্তৃত অংশ কার্সিনোমা দ্বারা আক্রান্ত দেখা গিয়াছে। তখন আর উপযুক্ত চিকিৎসার সময় নাই। এরূপ ঘটনা প্রায়শঃ দেখিতে পাওয়া যায়। জরায়ু গ্রীবায় প্রথমে সামান্ত ক্ষত হওয়ায় যে স্রাব হয়, তাহ সাধারণ শ্রাব মনে করিয়া অনেক স্ত্রীলোকেই তাহার চিকিৎসা করা আবশুক মনে করে না । কিন্তু ঐ স্ৰাবই যে ক্যানসার পীড়ার প্রাথমিক বাহ লক্ষণ ; পরীক্ষা দ্বারা তাই অনেক স্থলে প্রতিপন্ন হইতে পারে । বেদন –কর্কট পীড়ার জন্ত বেদনা—জলন বা কৰ্ত্তনবৎ অমৃভূত হয়। রজনীতে বেদনার বৃদ্ধি হওয়া একটী বিশেষ লক্ষণ | পীড়ার প্রথমাবস্থার সঙ্গম সময়ে বেদন ও জরায়ুর চৈতন্তাধিক্য অনুমিত হয় । অনেক সময়ে সঙ্গম জন্ত বেদন। নাও হইতে পারে । পীড়া যোনিতে বিস্তৃত হইতে থাকিলে বেদম প্রবল হয় । সরলাস্ত্র এবং মূত্রশিয়ের সঞ্চালনেও বেদন প্রবল হইতে পারে । বেদনার জন্ত নিদ্রার বিল্প হইয়। থাকে। কটিদেশে বেদনার প্রাবল্য এবং সেক্রাল স্নায়ুর গতি অনুযায়ী উরুদেশের পশ্চাতে বিস্তৃত হইতে পারে। বেদন এত প্রবল হয় যে, তৰ্জ্জন্ত রোগিণী অধৈৰ্য্যভাবে ক্ৰন্দন করে। অৰ্দ্ধেক রোগিণীর বেদনার লক্ষণ প্ররলভাবে উপস্থিত হয় । কাহারও প্রথমে এবং কাহারও শেষে বেদন প্রবল হয় । কদাচিৎ কথন বেদন নাও থাকিতে পারে। উদরের নিম্নাংশ, কটিদেশ, কুঁচকী এবং উরুদেশ ‘পর্য্যস্ত বেদন বিস্তৃত হয়। অনেকস্থলে দক্ষিণ পার্থ পক্ষ বাম পাশ্বেই বেদন প্রবল হয় ; ইহার কারণ—কেবল বাম স্থার স্নায়ুমণ্ডলের চৈতন্তাধিক্য হওয়ায় বেদনাও প্রবল হয় ।