পাতা:স্ত্রী-রোগ.djvu/৪৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

wmፃbr স্ত্রী-রোগ । মিতভাবে শরীর ক্ষয় হইতে থাকে। অনেক স্থলে শেষাবস্থায় এক ব; উভয় পদ স্ফীত হর । স্থানিক লক্ষণ ।—ক্যান্সার দ্বার গ্রীধা আক্রাস্ত হওয়ার অল্প পরেই পরীক্ষা করিলে মারাত্মক পীড়ার কোন বিশেষ নিশ্চিত লক্ষণ অনুভব করা যায় না । গ্রীব কঠিন এবং তাছার চৈতন্তাধিক্য অমুমিত হইতে পারে। সামান্ত শোণিতস্রাব হয় । কিন্তু এতদ্বার: মারাত্মক পীড়। স্থির হয় না । আর একটু অগ্রসর হইলে সন্দেহ প্রবল । হওয়ার সম্ভাবনা-গীবা কোমল ও তদ্বিধান ভঙ্গপ্রবণ ; গ্রীবা গঠন বহিৰ্ব্বঞ কঠিন কিনার। বিশিষ্ট ও শোণিতস্রাবপ্রবণ—এমন কি সামান্য অঙ্গুলী সংস্পর্শে শোণিত শ্রাব হয়, স্রাবের দুর্গন্ধ, জরায়ু আবদ্ধ, ক্ষয়িত ও বন্ধুর, বা উদ্ভিদাঙ্কুর ও ফাগুন্দ প্রকৃতির গঠনের অবস্থান এবং শোণিতশ্ৰাব প্রবণ গঠন ইত্যাদি বৰ্ত্তমান থাকিতে পারে । স্পেকুলম দ্বারা পরীক্ষা করিলে, তাহ সুস্পষ্ট দৃষ্ট হয়। গ্রীবার ছিন্নবিচ্ছিন্নত, বিদারণ, গঠন মধ্যে শোণিত সঞ্চয় এবং পলিপস বিগলন ইত্যাদির সহিত ভুল ন হয়, তৎসম্বন্ধে সতর্ক হইয়া স্থানিক পরীক্ষা করা উচিত । সরলাস্ত্র ও মূত্রাশয় ইত্যাদি আক্রাস্ত হইলে যন্ত্রণার আধিক্য হয় । পীড়া বিস্তৃত না হইলে এই সমস্ত লক্ষণ উপস্থিত হয় না । পীড়া অধিক বিস্তৃত হইলে সিমসের স্পেকুলম অল্প মাত্র প্রবিষ্ট করাইয়া পরীক্ষা করা উচিত। স্পেকুলম প্রবেশ জন্ত যন্ত্রণার আধিক্য হইতে দেখা যায় । '. গ্রীবার অভ্যস্তরের সামান্ত মাত্র অংশ আক্রান্ত হইয়াছে, এমত সমোক হইলে, গ্রীবা-ওষ্ঠে টেনাকিউলম বিদ্ধ ও তাহ প্রসারিত করিয়৷ গরীক্ষা করা আবশুক । সন্দেহযুক্ত পীড়িত-স্থান অঙ্গুণী দ্বারা সঞ্চাপিত করিলে যদি গঠন ভগ্ন হয়, তবে মারাত্মক পীড়ার সন্দেহ প্রবল হইতে পারে ।