পাতা:স্ত্রী-রোগ.djvu/৪৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○b ? স্ত্রী-রোগ ।


ساج---

১০ । দুরবষ্ঠী যন্ত্র সমূহ পরস্পতি ভাবে আক্রমণ । ১১। আণুবীক্ষণিক পরীক্ষায় ক্যানসার নির্ণয়। প্রথমাবস্থার স্থানিক লক্ষণ— ক। পীতাভাযুক্ত আরক্তবর্ণ দনাময় প্রদেশ । খ। ঈষৎ পীতবর্ণে বর্ণ পরিবর্তন। গ। গ্রীবার আক্রান্ত স্থানে পীতাভযুক্ত শ্বেতবর্ণ, উজ্জল দানাময় পদার্থ সঞ্চয় । - ক্যানসার পীড়ার আক্রমণের প্রারম্ভ সময়ে গ্রীবা প্রদেশে উল্লিখিত পীতাভ বর্ণ পরিবর্তন এবং এক ওষ্ঠে কৃষ্ণলাল বর্ণের স্ফীতত!—অস্পষ্ট সীমা বিশিষ্ট উচ্চতা লক্ষিত হয় । অনেকের মতে ইহু! একটা নির্দিষ্ট লক্ষণ হইলেও এতদ্দেশে পীড়ার ঐ রূপ প্রারস্তাবস্থায় রোগিণী চিকিৎসঃধীনে আইসে কি না, সন্দেহ । যোনিস্থিত গ্রীব অংশে ক্যানসার গুইলে প্রথমেই রোগ স্থির হুওয়ায় উপযুক্ত চিকিৎসায় মুফণ লাভ করা যাইতে পারে, কিন্তু গ্রীবার অভ্যস্তরের ক্যানসার পীড়ায় ইহার সম্পূর্ণ বিপরীত ফল হয় । সাধারণ দানাময় গঠন হইতে ক্যানসারের পার্থক্য নির্ণয় করিতে হয়—এরোশনের কিনারা অতীক্ষ্ণ, তলভাগের সহিত পার্শ্বদেশ তরঙ্গায়িত ভাবে সম্মিলিত, গ্রীবা-মুথের সন্নিকটেই দানাময় গঠন আরম্ভ--তৎপর উচ্চ হুইয়া ক্রমে হেলান ভাবে যাক্টক্স সুস্থ বিধানের সহিত সম্মিলিত হয়, এই মস্ত তরঙ্গবং উজ্জ্বল রক্তবর্ণ গঠনের মধ্যে মধ্যে কোন কোন স্থানে সুস্থ শ্নৈৰ্ম্মিক ঝিল্লি বর্তমান ও উজ্জ্বল রক্তবর্ণ সীমা রেখার দ্বারা পরস্পর পৃথক্ থাকে। পীড়িত গঠনের মধ্যে স্থানে স্থানে যেমন স্বস্ব বিধান দৃষ্ট হয়, তদ্রণ পীড়িত বিধানের সীমানির্দেশক রক্ত 14 রেখার বহির্দেশেও দুই একটী বিন্দু বিন্দু রক্তৰধ উচ্চ নব স্বীতত দৃষ্ট হইয়। থাকে। এই দানাময় গঠনের সমস্ত অংশই