পাতা:স্ত্রী-রোগ.djvu/৪৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8> R স্ত্রী-রোগ পুৰ্ব্বোক্ত দুই প্রকৃতির অস্ত্রোপচার বিস্তর পরিবর্তিত হইয়া বিভিন্ন অস্ত্রোপচারকের নাম সহ প্রচলিত হইয়াtছ । বাহুল্য বোধে তৎসমস্ত পরিত্যক্ত হইল। ঘোনি ও উদরপ্রাচীর, কেবল উদর, কিম্ব সেক্রম কৰ্ত্তন কুরিয়াও ক্যানসার আক্রাস্ত জরায়ু উচ্ছেদিত হইতে পারে। পরিণাম —এতদ্দেশীয় সুশিক্ষিত চিকিৎসক সম্প্রদায় কর্তৃক এত সংখ্যক অস্ত্রোপচার সম্পাদিত হয় নাই যে, তদবলম্বন করতঃ কোন মন্তব্য প্রকাশ করা যাইতে পারে । ইউরোপের অস্ত্রোপচারের ফল— একচতুর্থাংশ তিন বৎসর মুস্থ থাকে। অস্ত্রোপচার সময়ে ক্যানসারাক্রাস্ত বিধান, তৎসংস্পৃহ হস্ত, যন্ত্র বা অন্য কোন এবং সদ্যঃ কত্তিত ক্ষতে সংলগ্ন হইলে তথায় ক্যানসার বীজ রোপিত হইল এবং পরিণামে তথায় ক্যানসারের উৎপত্তি হইবে । ইহা স্মরণ পুৰ্ব্বক যতদূর সস্তব সাবধান হইয়। অস্ত্রোপচার করিতে হয়। পঞ্চবিংশ অধ্যায় । অগুবহানলের পীড়া । ( Affection of the Fallopian Tubes. ) শ্রেণী বিভাগ । অঞ্জন্ম বিকৃতি । সর্দি প্রকৃতি । নলীয় বিধান সংশ্লিষ্ট । তরুণ ও পুরাতন প্রদাহ পূয় সংশ্লিষ্ট । ” টিউবারকেল সংশ্লিষ্ট । প্রমেহ সংশ্লিষ্ট ।