পাতা:স্ত্রী-রোগ.djvu/৫০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অওশিয়ের পীড়া । 89వ অগুশিয়ের স্থান ভ্ৰষ্টতা । (Displacements of the ovary) হাণিয়া •TF foi etsä ( Hernia of the ovary ) |-- অওশিয়ের ছানিয়া অতি বিরল ঘটনা। আকস্মিক এবং উভয় পাখে হষ্টতে পারে। আঘাতাদ আকস্মিক ঘটনায় ৮ওয়৷ অসম্ভব নহে । জননেন্দ্রিয়ের আজন্ম অস্বাভাধিকতার জগুও ৪ার্নিয়া হইতে পারে। নির্ণয় ।—কুচকীর উপরে কাঠবাদামের অমুরূপ ফাতত প্রকাশিত হয় । কাশাণে বা বেগ দিলে সুহঙ্কাল কেনালের মধ্যে স্ফাতত। অনুমিত ইষ্টতে পারে । জরায়ুতে হুক বিদ্ধ করিয়া নিম্নে আকর্ষণ কfরলে উক্ত স্ফীততাও আকৰ্ষিত হয় । আৰ্ত্তবভ্রাব সময়ে অণ্ডাশয়ে বেদন হুইয়৷ থাকে প্রত্যাবৰ্ত্তক লক্ষণ সমূহও উপস্থিত হওয়ার সম্ভাবন । কোন শূন্তগর্ভ যন্ত্র দ্বাৰা আবৃত করিয়া রাখবে। যন্ত্রণ। অধিক হইলে দূরীভূত করাই সৎপরামর্শ । অণ্ডাশযের স্থান-ভ্রষ্টতা (Prolapse ) —অণ্ডাশয় স্বরায়ুর পশ্চাতে বা সম্মুখে, উল্টান জরায়ুর ফওস মধ্যে অথবা অপর স্থানেও স্থান ভ্ৰষ্ট হইয়া অবস্থিত হইতে পারে । কারণ-অস্তু:স্বত্বাবস্থা, প্রসব, জরায়ুর স্থানভ্রষ্টতা, অণ্ডাশয়ের রক্তাধিক্য, এবং আকস্মিক আঘাত ইত্যাদি । নির্ণয় —যোনি এবং সরলান্ত্রের পরীক্ষায় স্থির চফ্টতে পারে। অণ্ডাশয়ের চৈতপ্তাধিক্য বশত: সঞ্চাপে অবস্থিত স্থান নির্ণীত হয় । চিকিৎসা।—সঙ্গম পরিবর্জন, ওঁধায় উষ্ণ জলের ভুস, বিরেচক লাবনিক জল, ব্রোমাইড , fগ্নfসরিণের রিং পেশারী প্রয়োগ করিলেও উপকার হইতে পারে । কেহ কেছ হজের পেশারীসহ এয়ার গ্লিসিরিণ প্যাড প্রয়োগ করিতে উপদেশ দেন। রোগিণীর শয্যার পাদদেশ