পাতা:স্ত্রী-রোগ.djvu/৫০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8.98 স্ত্রী-রোগ । , ক্ষুত্র ক্ষুত্র বহু সংখ্যক শোণিতপূৰ্ণ কোষাবৃত অৰ্ব্ব জন্মে। শোণিতদুৰিত পীড়া হইতে উদ্ভূত রক্তর্বিদ এই প্রকৃতি ধারণ করে। দ্বিতীয় শ্রেণীর পীড়া–হাইড্রোসিষ্টের প্রাচীর হষ্টতে শোণিত নিঃস্থত হইয়া হিম্যাটোসিষ্টে পরিণত হয় । ইহা অপেক্ষাকৃত কৃষ্টদায়তন বিশিষ্ট, সংখ্যায় অত্যন্ত্র । তৃতীয় শ্রেণী—গ্রাফিয়ান ফলিকল বিদীর্ণ হইয়া শোণিত নিঃস্থত এবং সঞ্চিত হয় । চতুর্থ শ্রেণী, তরুণ প্রদাষ্টের স্থলে বিধান মধ্যে শোণিত নিঃস্বত হইয়। বিস্তৃত হওতঃ সঞ্চিত হইতে পারে। এই ঘটনায় অগুtশয়ের বিধান প্লীহার বিধানের অনুরূপ অবস্থা 6218 | পাই ও-সিষ্টিক (Pyocystic) ওভেরাইটিস (—ইহাতে অগুtশয় কোষ কিম্বা লসীকার স্থানে পুয়োংপত্তি হইয়৷ সঞ্চিত এবং ক্ষুদ্র ক্ষুদ্র স্ফোটকের অমুরূপ আকৃতিতে পরিণত হয় । কোন কোনটীর প্রাচীর ক্ষয় হুইয়। যা ওয়ায় কয়েকটী স্ফোটক একত্রে সম্মিলিত হওয়ায় একটা বড় স্ফোটক হইতে পারে। এমতও দেখা গিয়াছে যে, একটা হাইড্রোসিষ্টের সন্নিকটেই কপোতডিম্ববং অপর একটা পাইওসিষ্ট বৰ্ত্তমান রহিয়াছে । কারণ –আৰ্ত্তবস্ত্রাব সময়ে শৈত্য সংলগ্নে এবং প্রমেহ পীড়ার প্রথমাবস্থায় কদাচিত কেবলমাত্র অণ্ডা শয়ের প্রদাৰ্থ হইতে দেখা যায় । ইহা অতিবিরল । অত্যধিক সুরাপানের ফলেও হইতে পারে। অগুশিয়ের স্নায়ুর উত্তেজনার পরিণামে আণ্ডাশয়ের প্রদাহ হইতে পারে । ইহ পুরুষের মুস্ক প্রদাহের অমুরূপ। অত্যধিক সঙ্গম, হস্তমৈথুন, এবং জরায়ুর অভ্যস্তরে সাউণ্ড পরিচালনার জন্তও অগুণশরের প্রদাহ হয় । অন্তান্ত কারণ অগুৰহনলের প্রদাহের কারণের সমতুল্য । নির্ণয় ।—রোগিণীকে যথোপযুক্ত ভাবে শয়ান করাষ্টয়। এক হস্তের অঙ্গুলী যোনি মধ্যে ও অপর হস্তের অঙ্গুণী দ্বারা উদর প্রাচীরের