পাতা:স্ত্রী-রোগ.djvu/৫১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 & O স্ত্রী-রোগ । সময়ে কোন শোণিতবাহিকা বিদ্ধ না হয়, তৎপক্ষে সতর্ক হওয়া উচিত। র্যাস সুহাইয়। অপর পাখে আনিয়া তন্মধ্য দিয়া সুত্রের এক অস্ত আনি যা উভয় অস্ত ধারণ করতঃ দৃঢ়রূপে আকর্ষণ করিলেই অত্যন্ত কষা হুইবে । পরে আর কুইটা গ্রন্থি প্রদান করিলেই মূলদেশ झुक्नु বন্ধন করা হইল। পরিশেষে বন্ধনের উপর হইতে নল ও অওশিয় কর্বন করিয়৷ দুৰ্নীভূত করিতে হয় । বন্ধনের অত্যন্ত সন্নিকটে অথবা অধিক ব্যবধানে কৰ্ত্তন করা অসুচিত । বন্ধন হইতে এমন ব্যবধানে কৰ্ত্তন করিবে যে, বন্ধন স্থলিত হইতে ন পারে। মূলদেশ হইতে শোণিতশ্রাব হইতেছে কি না, তাহ পরীক্ষা করিয়া তৎপর ঐ অংশ অভ্যস্তরে প্রবিষ্ট করাইয়া দিতে হয় । বস্তিগহবর মধ্যে কোন স্থানে শোণিত বা রসাদি থাকিলে তাই স্পঞ্জ দ্বারা পরিষ্কার করিয়৷ উদরপ্রাচীরের কৰ্ত্তন যথাবিছিত সেলাই করিয়া বন্ধ করিতে হয়। পেরিটোনিয়ম গহবর ধৌত করা হইলে ড়ে নেজটিউব সংস্থাপন উচিত । অনেক স্থলেই উভয় নল এবং উভয় অণ্ডাশয় উচ্ছেদ করিতে হয় । অস্ত্রোপচারের বিঘ্ন —(১) শোণিত দুষ্টত, পচন নিবারক প্রণীতে এই উপসর্গ কদাচিং উপস্থিত হয়। পেরিটোনিয়ম আহত না হয় এবং অভ্যন্তবে দূষিত পদার্থ না থাকে, এমত যত্ন করিতে হয়। (২) মুপদেশ ও বিচ্ছিন্ন সংলিপ্ত স্থান হইতে শোণিতশ্রুব হইতে পারে। (৩) । অন্স যন্ত্র আহত-বিশেষত:অন্ধ ছিদ্রীভূত হইতে পারে। (৪) অস্ত্রাবরোধ। কোন অংশ উচ্ছেদ করিবে ?—ডাক্তার লসনটেট বলেন, উভয় পাশ্বের অণ্ডাশয় এবং নল দূরীভূত করা আবশুক । কারণ কোনটীতে পীড়া না থাকিলেও পরে পীড়া হওয়ার বিশেষ সম্ভাবনা । অনেক স্থলেই উভয় পাশ্বে পীড়িত বিধান দেখা যায়। কুিস্ত এই যুক্তির বিরুদ্ধে এমত বলা যায় যে, উভয় পাশ্বের নল এবং অণ্ডাশয় উচ্ছেদ ক রাব পরেও পুনৰ্ব্বার তৎ সন্নিকটবল্পী বিধানে প্রদাহ হইতে দেখা