পাতা:স্ত্রী-রোগ.djvu/৫২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8HO স্ত্রী-রোগ । মেডুলারী ক্যানূসার কোমল, ক্ৰত বৰ্দ্ধনশীল এবং অণ্ডাশয়ের সমস্ত বিধানে বিস্তৃত হইয় পড়ে। ফলিকল সমূহ প্রথমে অনাক্রান্ত থাকে, কিন্তু অন্ন সময় পরেই সম্পূর্ণরূপে বিনষ্ট হয়। ইহা অসমান অৰ্ব্বদ, কদাচিৎ মনুষ্য মস্তক হইতে বৃহৎ হয় ; অপরিস্কা র শুভ্রবর্ণ, ভঙ্গপ্রবণ । স্কিরস—দেীত্রিক বিধান অধিক, কঠিন, এবং পীরে বৰ্দ্ধিত ও অনতিবৃহৎ হয় । কেলইড টিউমারের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র সিষ্ট থাকে। অগু!ধারের ক্যানসারের সংখ্য অল্প ও অধিক বয়সে হয় । মধ্য বয়সে প্রায় হয় না। রজঃ ষ্টীনতা প্রথম লক্ষণ । তৎপর বেদনা, উদরী, পদে শোগ, এবং বি বর্ণত প্রভৃতি উপস্থিত হয় । অবসন্নতা, শরীর ক্ষয়, অস্ত্রাবরক ঝিল্লির প্রদাহ, পালমোনারী এম্বোলিজম ইত্যাদি কারণে মৃত্যু হইতে পারে। সন্নিকটবর্তী অন্ত বিধান বা মন্ত্র আক্রাপ্ত হইলে দুীভূত না করিয়া কেবল উদরীর রস বহির্গত করিয়া দিয়া উপশম জন্য যত্ন করিবে । অষ্ঠ কোন ও বিধান আক্রান্ত না হইলে উভয় অণ্ডাশয়ে পীড়া হইলে ও দূরীভূত করা উচিত । অণ্ডাশয়ের অৰ্ব্ব দের উৎপত্তি স্থান । অণ্ডাশয়ের অৰ্ব্বদের মধ্যে কোষাবৃত অর্থাং সিষ্টিক অর্বুদ অত্যধিক । অণ্ডাশয় মধ্যে অসংখ্য সিষ্ট অর্থাৎ তরল পদার্থ পুর্ণ কোষ বর্তমান থাকে । তাছার অধিকাংশ অণুবীক্ষণ যন্ত্র ব্যতীত দৃষ্ট হয় না। কোন কোনটী বা সামান্ত বৃহৎ হয় । উহ! গ্রাফিয়ান ফলিকল নামে থাত । এতন্মধ্যে আও অবস্থিত । উক্ত ফলিকল পরিপুষ্ট হইয়। বিদীর্ণ হইলেই অও বহির্গত হইয় যায়। কিন্তু কোন কারণে বিদীর্ণ না হইয়। ক্রমে পরিবৰ্দ্ধিত হইত্তে থাকিলেই অর্কু দের উৎপত্তি হয় । কয়েকটা ফলিকল বিদীর্ণ হওয়ার পরিবর্তে একত্রে পরিবর্কিত হওয়ার ফলেই বহু প্রকোষ্ঠ বিশিষ্ট অৰ্ব্বদের উৎপত্তি হইয়। থাকে। অণ্ডাশয়ের অর্বুদের অধিকাংশই এই প্রকৃতিতে উৎপন্ন হয় ।