পাতা:স্ত্রী-রোগ.djvu/৫৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অওtশয়ের অবর্বদ 8ፃ: ভজন্য রোগিণী শয্যা গ্ৰহণ করে না । কিম্বা বিশেষ চিকিৎসারও আশ্রয় গ্রহণ করে না । সুতরাং এইরূপ প্রদাহের বিবরণ বিশেষ অবগত হওয়া যায় না। অৰ্ব্বদ উদরের উদ্ধ অৰ্দ্ধাংশ পৰ্য্যস্ত উখিত না হইলে পেরিটোনাইটস্ অল্পষ্ট হইতে দেখা যায়। উক্ত স্থান পৰ্য্যন্ত উখিত হইলে অধিক প্রদাহ হয়। সম্মুখপ্রাচীরে অধিক সঞ্চাপ ਮਿਲ छ्ब्र, উভয়ের মধ্যস্থিত ব্যবধান কেবল মাত্র ওমেণ্টম, তজ্জন্য ওমেন্টমসহ শীঘ্রই সংলিপ্ত হইয়া যায়। প্রদাহ বিস্তৃত হওয়ায় ক্রমে অন্যান্য যন্ত্রের সহিত আবদ্ধ হয় । সীমাবদ্ধ বেদনা-টন্‌টনানি, এবং ঘর্ষণ শব্দ দ্বারা প্রদাহ স্থির করা যাইতে পারে। প্রদাহ বিস্তৃত হইয়া পড়িলে অন্ত্রাবরক ঝিল্লিংপ্রদাষ্টের লক্ষণ সমস্ত উপস্থিত হয়। অস্ত্রসঙ্গ আবদ্ধ হইলেই অন্ত্রাবরোধ উপস্থিত হওয়ার আশঙ্কা বর্তমান থাকে সত্য কিন্তু অল্প স্থলেই উক্ত উপসর্গ উপস্থিত হইতে দেখা যায় । -

১৬৯ তম চিত্র। জওৗশল্পিক সিষ্টোম ।

অৰ্ব্বদ প্রথমে উদরের নিম্নাংশে-এক পাশ্বে অনুমিত হয়, পরে মধ্যস্থলে আইসে, নাভীর নিম্নাংশের পরিবেষ্টন মাপ সৰ্ব্বাপেক্ষা অধিক হয়। প্রথমাবস্থায় পীড়িত পাশ্বের সম্মুখের মধ্য রেখা হইতে মেরুদণ্ড পৰ্য্যস্ত