পাতা:স্ত্রী-রোগ.djvu/৫৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8b78 স্ত্রী-রোগ ।


نصص-e-P

উদরপ্রাচীর সম্মুখে স্ফীত বোধ হইতে পারে কিন্তু অভ্যস্তরে অর্বুদ থাকে না । এইরূপ স্থলে রোগিণীকে মুখবাদনপূর্বক ধীরভাবে গভীর শ্বাস লইতে ঝুলিয়) উদর প্রাচীরোপরি ক্রমে ক্রমে সঞ্চাপ প্রয়োগ করিলে মেরুদণ্ড স্পর্শ করা যাক্টতে পারে । প্রত্যুেক বার নিশ্বাস পরিত্যাগ করার সময়েষ্ট অঙ্গুলি দ্বার। গভীরভাবে সঞ্চাপ দিতে হয়। নিশ্বাস গ্রহণ করার সময়ে অঙ্গুলি স্থিরভাবে রাখা উচিত, যেন তাহা স্থানভ্রষ্ট না হয়। উভয় হস্তের পরীক্ষায় অঙ্গুলিদ্বয়ের মধ্যে অৰ্ব্বদ অমুমিত হয় না। জরায়ু স্বাভাবিক বোধ হয়। পতিঘাত শব্দ শূন্তগর্ভ। তরল পদার্থের সঞ্চালন কৰ্ত্তমান থাকে ন!. তদ্রুপ সঞ্চালন বর্তমান না থাকিলে বৃহৎ কোষাবৃত অৰ্ব্বদ কিম্বা উদর বর্তমান থাকা সম্ভব নচে । পরীক্ষার সময়ে গল্প করিয়া রোগিণীকে অষ্টমনস্ক করা উচিত। এইরূপ পরীক্ষায় নিঃসন্দেহ হইতে না পারিলে চৈতন্তনাশক ঔষধ প্রয়োগ করিয়া সন্দেহ ভঞ্জন করিবে । তরল দ্রব্যের সঞ্চালন অতুমিত হইলে নিম্নলিখিত কয়েকট পীড়ার কোন একটা বৰ্ত্তমান থাকার সম্ভাবনা । I. সাধারণ – ১) মূত্রপূর্ণ প্রসারিত মুত্রাশয়। (২) উদরী এবং পেরিটোনিয়ম মধ্যে আবদ্ধ তরল পদার্থ সঞ্চয় । (৩) অণ্ডাশয়ের गिछे । g II. বিরল –( s ) হাইড়োমনিয়ম । ( 4 ) হাইড্রোনিফ্লোসিস ইত্যাদি এবং কিডনির লিষ্ট । (৬) তরল পদার্থ পুর্ণ জরায়ুর, অর্বুদ। (৭) হাইডোস্তালপিনক্স। (৮) পিত্তপরিপূর্ণ পিত্তস্থলী । (৯) হাইডেটড সিষ্ট । @ III. অতি বিরল –(১০) প্যানক্রিয়েটস্ লিষ্ট। (১১) মেলিfণ্টক সিই ; ( ১২ ) স্পীনিক লিষ্ট । . -