পাতা:স্ত্রী-রোগ.djvu/৫৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অং9াশয়ের अर्जुन t 85 : মূত্রপরিপূর্ণ বিস্তৃত মূত্রাশয় ।—এলাকা প্রবেশ করাইয়৷ মূত্র বন্তির্গত করিয়া দিলেই মুত্রাশয় সঙ্কুচিত ছয় । পরীক্ষা করার প্রথমেই মূত্র বহির্গত করা শুপান কৰ্ত্তব্য । Šņā (Ascites)–stu ಇಶ್ಕ হইলে উদরীর সহিত ভ্ৰয় হয় না, কিন্তু অর্বুদ বৃহৎ হওয়ায় উদর বিস্তৃত ইগে উদরীর সহিত ভ্রম হইতে পারে। উদরী পীড়ায় উদর প্রাচীরের পরিধির মাপ নাণ্ডির সন্নিকটে সৰ্ব্বাপেক্ষা বুহৎ হয় । রোগিণী উত্তানভাবে শয়ন করিয়া থাকিলে উদরের সন্মুখাংশে চেপট এবং উভয় পাশ্ব স্ফীত হইয়া ঝুলিয়া পড়ে, কিন্তু তরল পদার্থ কোষারত থাকিলে বস্তু,লাকারে অবস্থিতি করে সুতরাং উদরের আকৃতি উদরী অপেক্ষ বিভিন্নরূপ ধারণ করে । উদরীর তরল দ্রব্যের তরঙ্গবৎ গতি এক পাশ্ব হইতে অপর পার্থ পর্য্যন্ত এবং উৰ্দ্ধ হইতে অধঃ পর্য্যস্ত সকল স্থানেই অনুমিত হয় কিন্তু অণ্ডাশয়ের কোষার্বদের তরঙ্গবং সঞ্চালন কেবল অৰ্ব্বদমধ্যে সীমাবদ্ধ থাকে। অর্বুদ অত্যন্ত বৃহং চইলে সমস্ত উদরেই অনুমিত হইতে পারে । উদরী হইলে তরল পদার্থের উৰ্দ্ধাংশে অস্ত্র ভাসমান থাকায় সেই অংশ শূন্তগর্ভ হয়। রোগিণী উত্তানভাবে শয়ন করিলে উদরের উভয় পার্শ্ব এবং নিম্নাংশ নিরেট এবং মধ্যস্থল ও উদ্ধাংশ শূন্তগর্ত হয়। রোগিণী এক দিকে পাশ্ব পরিবর্তন করিলে উক্ত শূন্তগর্ভের স্থান পরিবর্ধিত হয় । উদ্ধাংশ শূন্তগর্ভ হয়। কিন্তু তরল পদার্থ কোষাবুত হইলে কেবল কোষের সীমা মধ্যে তরল পদার্থের সঞ্চালন অনুমিত হয়। পাশ্ব পরিবর্তনে উচার কোন বিশেষ পরিবর্তন উপস্থিত হয় না। অন্ত্র আবদ্ধ, পাশ্বস্থিত কোলন অত্যধিক বায়ুপূর্ণ বা ক্ষুদ্র মেসেন্টি, বর্তমান থাকিলে সামান্ত গোলযোগ উপস্থিত হইতে পারে।