পাতা:স্ত্রী-রোগ.djvu/৫৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8>° স্ত্রী-রোগ। ইষ্টতেছে কি না, তাহাই অনুসন্ধানজন্ত অপেক্ষ কর বিধেয় । ཨ་ཤུག་ একই অবস্থায় এবং অকষ্টদায়ক অবস্থায় অবস্থিত হইলে পরীক্ষা জন্ত কর্বন না করাই শ্রেয়। কিন্তু ক্রমিক বৰ্দ্ধনশীল এবং যন্ত্রণাদায়ক চলে কৰ্ত্তন করিয়া পরীক্ষা করা কর্তব্য। অৰ্জুদের প্রকৃতি স্থির হইলে তাহ উচ্ছেদ করিলে আরোগ্য হইবে, অনুমান করতঃ অবিশুকীয় সৰ্ব্ব বিয়য়ে প্রস্তুত হইয়া তৎপর পরীক্ষার্থ কৰ্ত্তন পুৰ্ব্বক সংবিবেচিত চইলে তমুহূর্তে অর্বুদ উচ্ছেদ করবে। এইরূপ অস্ত্রোপচারের পরিণাম নি:সন্দেহ শুভ হইবে, রোগিণীকে এমত প্রোৎসাহিত করিয়া অস্ত্রোপচারে সন্মতি গ্রহণ করা অনুচিত। উদর-গহবর উন্মুক্ত করিলে কি প্রকাশিত হষ্টবে, তাহা অনিশ্চিত । সুতরাং পরিণাম ফলও তদ্রুপ ব্যক্ত করাই সৎপরামর্শ সিদ্ধ । আমি এইরূপ পরীক্ষার্থ অস্ত্রোপচারের ফলে মৃত্যু হইতে দেখিয়াছি। পরীক্ষার্থে কৰ্ত্তন মধ্যে অঙ্গুলী প্রবেশ করাইয়া কেবলমাত্র সকল পাশ্বের গঠন ইত্যাদির সহিত সম্বন্ধ মাত্র অনুসন্ধান করিতে হয়। তদতিরিক্ত কাৰ্য্য করার নাম অসম্পূর্ণ অস্ত্রোপচার। ইহার পরিণাম শোচনীয়। অনভিজ্ঞ চিকিৎসকের পক্ষে তারূপ অস্ত্রোপচার না করাই শ্রেয়। সংযোগ নির্ণয় —প্রথম অস্ত্রোপচারকের পক্ষে অন্ত্রোপচার , স্থির কার পূৰ্বেই অর্বুদ দৃঢ় সংযোগ দ্বার উরে প্রাচীর অন্ত্র, এবং বস্তিগহ্বরস্থিত যন্ত্রাদির সহিত সম্মিলিত কি না, তাহ স্থির করা উচিত । কারণ দৃঢ় সংযোগ দ্বারা সম্মিলিত থাকিলে অস্ত্রোপচার অত্যন্ত কষ্ট সাধ ; এবং অনেক স্থলে পরিণাম কল অশুভ হইতে পারে। বন্তিগহ্বরের নিয়স্থিত সরলান্ত, মূত্রাশয়, জরায়ু বা বৃহৎ শোণিতবহার সহিত দৃঢ় সংযোগ দ্বারা সম্মিলিত থাকিলে জীবিতের দেহে উক্ত যন্ত্র সমূহ অক্ষত রাখিয়া সংযোগ বিযুক্ত করতে পরের কথা, বরং মৃতদেহেও অসাধ্য বলিলেও অভূক্তি হয় ন; অথচ অনাবদ্ধ অর্বুদ डे८छ्न कब्र