পাতা:স্ত্রী-রোগ.djvu/৫৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

go 8 স্ত্রী-রোগ । শোণিত বাতিক হইতে শোণিত নিঃস্থত হইতে দেখিলে তৎক্ষণাৎ তাকা স্বাক্ষ্ম পচননিবারক রেশম স্বত্র দ্বার বন্ধন করিবে । কিম্বা সঞ্চাপ ফরসেপস দ্বারা সঞ্চাপিত কবিয়া রাখিবে । একাধিক কোষ বিশিষ্ট অৰ্ব্বদ ইষ্টলে ট্রোকাৰ বহির্গত না করিয়া—কেবল যুবাইয়াই দ্বিতীয় বা তৃতীয় কোষের অভ্যস্তরস্থিত প্রাচীর সিদ্ধ করত: তরল পদার্থ ৰহির্গত করা যাইতে পারে । প্রায় সমস্ত তরল পদার্থ বধিগত হইলে দস্তযুক্ত দৃঢ ফরসেপস দ্বার। অৰ্ব্বদ কোষ ধারণ করতঃ আকর্ষণ পূর্বক কস্তনের বঙ্গিদেশে আনিতে যত্ন করবে। সেই সময়ে সংযোগাদি দুষ্ট হইলে পূৰ্ব্বোক্ত প্রণালীতে তাহা বিযুক্ত করিয়া তৎপর কোষ আকর্ষণ করিবে ; আকর্ষণ সময়ে । ১৭৬তম চিত্র। কৰ্ত্তনমধা হষ্টতে জর্বদ কোষ অঞ্চৰ্যশ করার প্রণালী । সংযোগাদি বিযুক্ত করতে হইলে সহকারী তাঙ্গর বাম হস্ত দ্বার। উদর-প্রাচীর সঞ্চাপিত করিয়া দক্ষিণ হস্তের মধ্যমাঙ্গুলী কৰ্ত্তনের মধ্যে প্রবেশ করাইয়। সংযোগ বিযুক্ত করিয়া অঙ্গুষ্ঠ ও তর্জনীর সাহায্যে কৰ্ত্তনের পাশ্ব দুৰ্ববত্তী করিয়া রাখতে পারেন। এই সময়ে উষ্ণ প্রশস্ত স্পঞ্জ খণ্ড কৰ্ত্তনের অভ্যস্তরে প্রবেশ করাইয়া অন্ত্রাদি বহির্গমণের প্রতিবিধান করিতে হয়। বৃহৎ অৰ্ব্বদের বহির্গত কোষাংশ অপর একটা পাত্রে ধরা উচিত ।