পাতা:স্ত্রী-রোগ.djvu/৫৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

2○や স্ত্রী-রোগ । অনেক স্থলেই দৃঢ় সংযোগ দ্বম্বা ওমেন্টমের সহিত অৰ্ব্বদ প্রাচীর আবদ্ধ থাকে ; এইরূপ স্থলে আবদ্ধ অংশ অনতিস্থল হইলে সেই স্থান বন্ধন করিয়৷ অৰ্ব্বদ সংলগ্ন পাশ্বে কৰ্ত্তন করিয়া বিযুক্ত করিতে হয় । কর্তিত স্থান হইতে শোণিত শ্রাব হয় কি না, তাহ পরীক্ষা করা কর্তব্য আবদ্ধ ওমেন্টম স্থল হইলে প্রায়শঃ তন্মধ্যে রন্ধ, বর্তমান থাকে। সেই রন্ধ পথে স্বত্র প্রবেশ করাইয়া বন্ধন করার পর কৰ্ত্তন করিতে হয় । এইরূপে পরপর কয়েক অংশে বন্ধন ও কৰ্ত্তন করার আবগুক হক্টতে পারে। অস্ত্রের সহিত আবদ্ধ থাকিলে অতি সাবধানে অঙ্গুলী দ্বার। বিযুক্ত করা উচিত । ইহাতে অকৃতকাৰ্য্য হইলে ছুরিকার সাহায্যে অল্প অল্প অর্বুদ বিধানসঙ্গ অস্ত্ৰ বিযুক্ত এবং অস্ত্রের বিযুক্ত স্থান হইতে শোণিত নিঃস্থত হইতে থাকিলে তাহ ফরসেপস দ্বারা ধরিয়া স্বল্প রেশম স্বত্র দ্বারা বন্ধন করিতে হয় । বস্তিগহ্বরের মধ্যে কোন স্থানে আবদ্ধ থাকিলে অর্বুদ আকর্ষণ এবং তৎসঙ্গে সঙ্গে অঙ্গুলীর সঞ্চাপে সংযোগ বিযুক্ত করিতে হয়। এই কাৰ্য্য অত্যন্ত কষ্টসাধ্য। অত্যন্ত সাবধান ইয়া অবস্থানুসারে কৰ্ত্তব্য স্থির করিতে হয় । * অৰ্ব্বদ আকর্ষণ ও পেডিকেল ফরসেপ দ্বারা ধারণ করিয়া ভাস্কার মূলদেশে অতীক্ষান্ত পেডিকেল নিডল বিদ্ধ করিয়া দোংরি ওভেরিটমী সিন্ধ লিগেচার প্রবেশ করাইয়া বন্ধন করিতে হয়। হুচিক প্রবেশ করানের সময়ে কোন শোণিত বাহিক বিদ্ধ না হয়, তৎপক্ষে দৃষ্টি রাখা আবগুক। ফেলোপিয়ন নল, অণ্ডাশয়ের বন্ধনী, অস্ত্রাবরক ঝিল্লিস্তর, শোণিত বাহিকা এবং কোষিক বিধান অৰ্ব্বদমুণসমন্বিত। নল ও বন্ধনী মধ্যস্থিত অংশ সৰ্ব্বাপেক্ষা পাতল । স্বত্রের ফাস অঙ্গুলী দ্বারা ধরিয়া রাখিয়। স্বচিক বহির্গত ও ফঁাসের এমন স্থানে কর্তন কfরবে যে,