পাতা:স্ত্রী-রোগ.djvu/৫৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অণ্ডাশয়ের অর্কদ চিকিৎসা Φ. Ο 4) উভয় স্বত্রখণ্ড সমদীর্ঘ হয়। তৎপর এক স্বত্রের উপরে . অপর স্বত্র ঘুরাষ্টয়া লইয়া পৃথক পৃথক ভাবে দুই পার্শ্বে দুষ্টটি বিষগিরা দিয়া বন্ধন করিলে মুলাংশ তুই ভাগে বাধা পড়িবে। এক স্বত্রের সহিত অপর স্বত্রখণ্ড জড়িত না হইয় পরস্পর পৃথক থাকিলে গ্রন্থি বন্ধল্লুের পর তাহা শিথিল হইয়া স্বলিত হওয়ার সম্ভাবনা । তজ্জন্স উভয় স্বত্র জড়িত হইল কি,ন, তাহ বিশেষরূপে পরীক্ষা করিয়া তৎপর গ্রন্থি বন্ধন করা উচিত। অবস্থানুসারে অন্তান্ত প্রণালীতে মূল বন্ধন করার বিষয় পুৰ্ব্বে উল্লিখিত ঠষ্টয়াছে। মূলধন্ধন করা চলে বন্ধনের সন্নিকটস্থিত সঞ্চাপ ফরসেপস ধারণ করিয়। উখিত করতঃ বন্ধন হষ্টতে এত ব্যবধানে--ফরসেপসের বন্ধন সংলগ্ন পাশ্বের অপর পাশ্বে কৰ্ত্তন কfরয়। অব্বদ উচ্ছেদ করিবে যে, বন্ধন শিথিল হক্টর স্বলিত হইতে না পারে। অৰ্ব্বদ উচ্ছেfদত হইলে কষ্টিত স্থান হইতে শোণিত স্রাব হইতেছে, কি না, তাঙ্গ পরীক্ষা করিয়। দেপিবে । শোণিত শ্রাব ন হইলে ফরসেপ্স উন্মুক্ত করত: মূলদেশ বস্তিগহবরে স্থাপন করিবে । अलं,म উচ্ছেদ করার পর অপর পাশ্বের অণ্ডাশয় আকর্ষণ করিয়া কৰ্ত্তনের সন্নিকটে আনয়ন করতঃ পরীক্ষা করিয়া যদি পীড়িত বোধ হয়, তবে তাহা ও উচ্ছেদ করিবে । রোগিণীর বয়স ৪৫ বৎসরের অধিক হইলে, কিঙ্ক প্যাপিলোমা, কি মারাত্মক অঞ্চদ হইলে* অপর পাশ্বের অণ্ডাশয় সুস্থ থাকিলেও তাহা উচ্ছেদ করা আবশুক । পেরিটোনিয়ম অনাহতাবস্থায় রক্ষা করিবার জন্ত যত্ন করা অস্ত্রোপচারের একটা প্রধান বিৰয় । সংযোগ বিযুক্ত, অৰ্ব্বদ বহির্গত এবং বন্ধন সময়ে পেরিটোনিয়ম বত অনাহত থাকে, অস্ত্রোপচারের পরিণাম তত শুভ হওয়ার সম্ভাবন । কৰ্ত্তনের মধ্য দিয়া অস্ত্র বহিরুয়ুখ হুইলে স্পঞ্জ দ্বারা সঞ্চাপিত করতঃ আবুত করিয়। রাখিতে হয় । উদরাভ্যস্তরে হস্ত সঞ্চালন সময়ে ও বাছাতে পেরিটোনিয়ম মাহত না 'श्, তৎপ্রতি