পাতা:স্ত্রী-রোগ.djvu/৫৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

@&Φ স্ত্রী-রোগ। চিকিৎসা হষ্টলে ৫ ৬ সপ্তাহ মধ্যে আরোগা হইতে পারে কিন্তু আরোগ্য হওয়াও অতি বিরল। প্রথমাবস্থায় প্রায়ই সুচিকিৎসা হয় না, তজ্জন্য প্রদাহ পুরাতন ভাবাপন্ন হইয়। দীর্ঘ কাল অবস্থিতি করে । পুরাতন শ্বেত প্রদরের শ্রাব নিঃস্থত হইতে দেখা যায় । সহসা পীড়ার প্রবল স্থাৰ, লক্ষণ সমূহ অত্যস্ত কষ্ট দায়ক ; গাঢ় পীত বর্ণ বিশিষ্ট যথেষ্ট স্রাব এবং পীড়িত অঙ্গ আরক্ত ও বেদনাযুক্ত ইত্যাদি লক্ষণ দৃষ্টে প্রমেইজ প্রদাং স্থির করা যাইতে পারে । স্রাবমধ্যে গণেকোকাই বর্তমান থাকে। এই পূয় অত্যন্ত স্পর্শক্ৰামক । প্রমেইজ যোনিপ্রদাণ্ডের ফলে যে নিদ্বার প্রদাহ, যোনিদ্বারে ফোটক, মূত্রাশয় প্রদাe, জরায়ু প্রদাহ, অওশিয় ও অগুবহানলের প্রদাঃ, বন্তিগহবরস্থিত দৈহিক ঝিল্লির প্রদাহ, বাঘী এবং বন্ধ্যত্ব প্রভূতি পীড়া হইতে পারে । “যোনি প্রদাহ প্রমেই জ” এই মস্ত বা অতি সাবধানে লাক্ত করা উচিত। কারণ, এইরূপ মস্তলো হয়তো কোন চরিত্রগত নির্দোষীর প্রতিও দোষারোপিত হওয়া অশচর্য্য মঙ্গে । তদ্রুপ কলঙ্কে চিকিৎসককে ও বিপদস্থ হইতে হয় । যোনির সুতিক দোষজ প্রদাহ ( পিওরপারল ভেজাইনাইটিস Puerperal vaginitis )–2 Hz-fa ofia zixazr stri ধোনিতে প্রদাঃ হইতে দেখা যায়। অন্ত:স্বত্বাবস্থায় যোনি কোমল, শোণিতপূর্ণ এবং স্থল হয়। . প্রসবের পর অনেকস্থলে পুনৰ্ব্বার স্বাভাবিক অবস্থা প্রাপ্ত হয়,কিন্তু প্রসব সময়ে আহত হইলে কোন কোন স্বলে স্বাভাবিক অবস্থায় পরিণত হওয়ার পরিবর্তে প্রদাহিত হয়। গ্রন্থিসমূহ চইতে শ্ৰাৰ নিঃস্থত হইতে থাকে । যোনি আরক্তবর্ণ, কোমল, শোণিতশ্ৰাব প্রবণ,স্থল এবং রঙ্গৎ থাকে। পূয় নিস্থত হয়। কয়েঞ্চ মাস পরে এই অবস্থা পরিবর্তিত হইয়া কেবলমাত্র সামান্ত শুভ্রবর্ণ প্রাব