পাতা:স্ত্রী-রোগ.djvu/৬২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভগোষ্ঠের স্ফোটক । EWE পুলটিন দুর্গন্ধ হ্রাস করে। কত্তিজমুইভ, কাৰ্ব্বালক এসিড ইত্যাদি স্থানিক প্রযোজ্য । প্রাপ্তবয়স্ক স্ত্রীলোকের যোনিদ্বার বিগলন (Gangrene of the vulva in adults) «fs fan vsa i wannists, বসন্ত, ইরিসিপেলাস, স্থতিকাজর, প্রসব সময়ে গুরুতর আঘাত ইত্যাদি কারণে যোনি দ্বার বিগলিত হইতে দেখা যায়। পচন নিবtরক চিকিৎসা প্রণালী প্রচলিত হওয়ার পর এতাদৃশ ঘটনা অতি বিরল হইয়াছে। দেহের অঙ্ক স্থানের গ্যানগ্রিন হইলে যে প্রণালীতে চিকিৎসা করিতে হয়, এই স্থানের গ্যানগ্রিনেও তদ্রুপ চিকিৎসা প্রণালী অবলম্বন করিবে । ধোনির ওষ্ঠ ও প্রাচীর পরম্পর সংযোগ দ্বার। দৃঢ়ৰূপে আবদ্ধ হওয়ার প্রতিৰিধান জন্ত অভ্যস্তরে পচন নিবারক ঔষধসিক্ত বস্ত্রখণ্ড সংস্থাপন বিধেয় । caiffHtā Goitosfāzī eirfą (Phlegmonous Inflammation of the Labia) zètri catfingoz a s së rệtz, কঠিন, বেদনাযুক্ত, আরক্ত, টনটনে ইত্যাদি লক্ষণ উপস্থিত হয় । এই প্রদাহের পরিণামে ওষ্ঠের স্ফোটক হইতে দেখা যায়, এই স্ফোটক সাধারণ স্ফোটকের খ,মুরূপ প্রণালীতে কৰ্ত্তন করিয়া এরূপভাবে ॐषष প্রয়োগ করবে যে, কাৰ্বত গহবর অভ্যস্তর হইতে পরিপূর্ণ হইতে পারে। তজপ যত্ন না করিলে শোষ ঘ হওয়ার সম্ভাবনা । এইরূপ প্রদাহসহ হাৰ্ণিয়, হাইড্রেসিল, পিউডেনডাল হিমেটোসিল এবং ভলভাতে অবস্থিত অণ্ডাশয় সহ ভ্রম হওয়া অসম্ভব নহে। ওষ্ঠে অবস্থিত অণ্ডাশয়ের সীমাবদ্ধ স্ফীতত বর্তমান থাকে। উক্ত স্থানে সঞ্চাপ দিগে বিশেষ বেদন অনুভব করে । আৰ্ত্তৰ শ্ৰাব সময়ে এই চৈতন্তাধিক্য অত্যধিক প্রবল হয় । -

  • Cotto coffo (Abscess of the Labia) —coifa