পাতা:স্ত্রী-রোগ.djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* স্ত্রী-রোগ । বাহা জননেন্দ্রিয় । vssrst zri fèfèτεςf> (Vulva or Pudendum) — fatim বা অণ্ডাকৃতি । মন্সভেনেরিস, লেবিয়ামেজরা, লেবিয়া মাইনরা, যোনি-মুখ, ক্লাইটোরিস, মিয়েটাস ইউরিনেরিয়স, ভেষ্টিবিউল, ফস। নেভিকিউলেরিস, ফুরসেট এবং হাইমেন—এই কয়েকটার সাধারণ নাম ভলভ। স্ত্রীলোকের অবয়বানুসারে ভিন্ন ভিন্ন রূপ আয়তন বিশিষ্ট। কাছারও ছিদ্র অত্যন্ত সঙ্কুচিত থাকে। মন্সভেনেরিস —ভলভার উদ্ধাংশে, উদরের নিম্নে, পিউবিসের সম্মুখে উচ্চ, গোল, কোমল স্থান, উভয় পাশ্বের লেবিয়া মেজরা সহ সম্মিলিত । যৌবনারস্তে এতদুপরি লোমোৎপন্ন হয়। এই স্থানের ত্বকে ঘৰ্ম্ম, ক্লেদ এবং শ্নৈৰ্ম্মিক গ্রস্থির মুখ দেখা যায়। লেবিয়া-মেজরা —রঙ্গদোষ্ঠ—যোনির বহির্মুগের উভয় পাশ্বে অবস্থিত। ইহাদিগের প্রত্যেকের দুইটা প্রদেশ। বাহ পাশ্বে সাধারণ ত্বক ও লোমারত, এবং অভ্যস্তর অংশ শ্লৈষ্মিক ঝিল্লি দ্বারা আবৃত, অপর পাশ্বস্থিত বৃহদোষ্ঠের সহিত প্রায় সম্মিলিত থাকে। উভয় প্রদেশের মধ্যস্থল অনুলম্ব সীতা দ্বার। চিহ্নিত। মন্সভেনেরিস হইতে আরস্ত-স্থলে স্থল, ক্রমশঃ পাতলা হইয়া পেরিনিয়মের সম্মুখে সম্মিলিত হইয়াছে। এই সম্মিলন-স্থলের পাতলা ত্বকের ভাজ ফুরসেট (Fourchette) নামে খ্যাত। প্রথম প্রসব সময়ে ইহা প্রায়ই বিদীর্ণ হয়। কুমারীদিগের উভয় পাশ্বের বৃঙ্গদোষ্ঠীদ্বয় সম্মিলিত থাকিয় অন্যান্ত গঠন সমূহকে আবৃত করিয়া রাখে । কিন্তু অধিক সঙ্গম, প্রসব বা বৃদ্ধ বয়সে পরস্পর পৃথক হইলে লিম্বী বহির্গত হয়। ইহার প্রত্যেক পাশ্বস্থিত ত্বক্ এবং শ্নৈগ্নিক ঝিল্লি মধ্যে যথেষ্ট পরিমাণে ক্লেদগ্ৰন্থি বর্তমান। সংযোগ-তত্ত্ব, মেদ, অভ্যন্তরে পৈশিক এবং স্থিতিস্থাপক তস্তুদ্বারা গঠিত। ইহা পুরুষের মুন্ধ-ত্বকের অনুরূপ, রাউওলিগামেন্টের