পাতা:স্ত্রী-রোগ.djvu/৬৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

d“) о স্ত্রী-রোগ क्रडांडूब नृटे न श्ग्र কোনস্থানে শোণিত সঞ্চয় জন্য কৃষ্ণবর্ণ, কোন স্থানে বিগলন জন্য ধূসরবর্ণ এবং অপর কোন স্থানে অন্তরূপ পদার্থ দ্বারা বিষমভাবে আবুত দেখা যায়। বিগলিত বিধান সমম্বিত পাটল বর্ণবিশিষ্ট দুর্গন্ধযুক্ত স্রাব নিঃস্থত হইতে থাকে। ক্রমে সকল পার্থেই ক্ষত হইয়া পড়ে সত্য কিন্তু অধিকাংশ স্থলে ত্বক অপেক্ষা যোনিগহবরের প্লৈয়িক ঝিল্লিতে অধিক বিস্তুত হইতে দেখা যায়। বিপরীত পাশ্বের যোনি প্রাচীর ক্ষতাক্রান্ত হওয়া অতি বিরল ঘটনা । কতক দিবস বিলম্বে গ্রন্থি আক্রান্ত এবং তাচ ক্ষতে পরিণত হইয়া থাকে। এই স্তানে ক্যানসার হইলে শোণিত স্রাব ও অবসন্নতার জন্ত নুনাধিক দুই বৎসরের মধ্যে মৃত্যু হওয়ার সম্ভাবনা । o নির্ণয়। কঠিন শুাঙ্কারের সহিত ক্যানসারের ভ্রম হইতে পারে। হাঙ্কার অল্প বয়সে হয় । ক্যানসার অধিক বয়সে হয় । শুঙ্কার হইলে শীঘ্রই কুচকীর গ্রন্থি স্ফীত ও কঠিন হয়, কিন্তু ক্যানসার হইলে অনেক বিলম্বে উক্ত গ্রন্থি আক্রাস্ত হয়। পারদ প্রয়োগে উপদংশগুনিত ক্ষত আরোগ্য হয় । ক্যানসারজনিত ক্ষতের উপর পারদ কোন কাৰ্য্য করে না । ক্ষুদ্র গুটির অনুরূপ ক্যানসার হইলে নির্ভাবনায় পরীক্ষা জন্ত অপেক্ষ করা যাইতে পারে। ক্যানসারের ক্ষতের প্রকৃতিদৃষ্টে অন্তান্ত ক্ষত হইতে পৃথক করা সহজ । সফট শুষ্কারের সংখ্য অধিক, তাহার রস দ্বার। টকা দিলে সেইরূপ ক্ষত হয় কিন্তু ক্যানসারে তাহ হয় না । চিকিৎসা –পীড়িত অংশের সকল পাশ্বের কিয়দংশ মুস্থ বিধানসহ সমস্ত পীড়িত অংশ কৰ্ত্তন করিয়া দূরীভূত করাই একমাত্র চিকিৎস। ঔপদংশিক ক্ষতে আইওডোফরম ও পারদ দ্বারা চিকিৎসা করিলে আরোগ্য হয়, কিন্তু ক্যানসার হইলে তদ্রুপ চিকিৎসায় কোন উপকার श्ञ मt । t ক্লাইটোরিসে ক্যানসার –এই স্থানের ক্যানসারের সংখ্যা