পাতা:স্ত্রী-রোগ.djvu/৬৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

© ዓoy স্ত্রী-রোগ হয় না কিম্বা সঞ্চাপ দিলে গ্রন্থিতে যেরূপ বেদন হয়, ইহাতে তন্দ্রপ বেদন অনুমিত হয় না । ইহাতেও নিঃসন্দেহ হইতে না পারিলে কৰ্ত্তন করিয়া পরীক্ষা করতঃ অৰ্ব্বদ হইলে তৎক্ষণাৎ উচ্ছেদ করিয়া যথারীতি সীবন, বন্ধন এব ং চিকিৎসা করিবে । অসাবধানে কর্তন করিলে এপিগ্যাষ্টিক ধমনী কৰ্ত্তিত হওয়ার সম্ভাবন । তাহ স্মরণ রাখা উচিত । aficoșfafizi (Elephantiasis) অব ভলভা — এই পীড়া পুরুষের কোড়ও পীড়ার অনুরূপ। যোনিদ্বারের আশে পাশের লগীকাবাহিক মধ্যে ফাইলেরিয়া স্যাঙ্গুইনিস হোমিনিস. ১৯৯ তম চিত্র।--ভলভার এলিফেণ্টায়েসিসের প্রতিকৃতি । প্রবিষ্ট হওয়ার ফলে রসসঞ্চালন বন্ধ হইয়া লেবিয়া, ক্লাইটোরিস প্রভৃতি ক্ৰমে ক্রমে বন্ধিত হইয়া এত বৃহৎ ছয় যে, তাহার গুরুত্ব চোঁদ সের পর্যন্ত কিম্বা ভদধিক হইতে পারে। দোদুল্যমান বৃহৎ অৰ্ব্বদ জামুগন্ধি পৰ্য্যস্ত লম্বিত হইতে দেখা গিয়াছে। ডাক্তার রে মহাশয়