পাতা:স্ত্রী-রোগ.djvu/৬৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টক্রিংশ অধ্যায়।

    • fat3iifufäqi ( Coccygodynia ) |

ককৃসিগোডিনিয়া শব্দের অর্থ স্ত্রীলোকের ককলিসের স্থানে জননেক্রিয়ের পীড়াসংশ্লিষ্ট সীমাবদ্ধ বিশেষ প্রকৃতির বেদন । এতদ্দেশে এষ্ট পীড়াক্ৰান্ত স্ত্রীলোকের সংখ্যা অত্যন্ন। সাধারণতঃ স্নায়বীয় বেদনার প্রকৃতিবিশিষ্ঠ এবং তৎসছ জরায়ু ও অণ্ডাশয় ইত্যাদির পীড়া ও স্তানভ্রষ্টতা ইত্যাদি বর্তমান থাকে । কিন্তু কোন কোন স্তলে তদ্রপ পীড়। নাও থাকিতে পারে । মলত্যাগ সময়ে, উপবেশনে কিম্বা বিপটদেশ সঞ্চালনে ককসিস, সেক্রোককৃসিজিয়াল বন্ধনী এবং বিপটদেশের পেশীতে বেদন উপস্থিত হয় । কারণ –কষ্টকর প্রসব সময়ে কিম্বা অন্ত সময়ে ককৃসিসে আঘাত, ককৃসিসের প্রদাহ ও স্থানভ্রষ্টত, ও অন্তরূপ পীড়া ; ককলিসের উপর সঞ্চাপ পতিত হয়—এমতভাবে দীর্ঘকাল অবস্থান, হিষ্টিরিয়ার ধাতু প্রকৃতি, বাত, এবং জরায়ু, অণ্ডাশয় ও সরলান্ত্রের পীড়া । লক্ষণ ।—ককপিসের সন্নিকটবৰ্ত্তী স্থানে এবং বিটপদেশে বেদন হয়। সঞ্চাপে, সঞ্চালনে, মলত্যাগ সময়ে এবং সঙ্গমক্রিয়ায় বেদন প্রবল হয়। গমনাগমন, উত্থান বা উপবেশন সময়ে রোগিণী বেদনা বোধ করে । মলদ্বারমধ্যে অঙ্গুলী প্রবেশ করাইয়। পরীক্ষা করিতে রোগিণী এত বেদনা বোধ করে যে, বাধ্য হইয়। স্থানিক চৈতষ্ঠ নাশজন্তু কোকেন প্রয়োগ করিতে হয়। এই বেদন দন্তপূলের অনুরূপ প্রবল।