পাতা:স্ত্রী-রোগ.djvu/৬৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ককৃসিগোডিনিয়া । ●>° চিকিৎসা –আসেনিক, ষ্ট্রীকৃলিন,সালফেট অব জিঙ্ক এবং পাইরোফসফেট অব আয়রণ প্রভৃতি স্নায়বীয় ৰলকারক, ও রক্তহীনতা বর্তমান থাকিলে লৌহের অন্তান্ত প্রয়োগরূপ ব্যবস্থা করিবে । ভেলেরিয়েনেট অব, জিঙ্ক এবং ভেলেরিয়েনেট অব এমোনিয়াসহ ব্রোমাইড, ব্যবস্থা করিলে উপকার হয় । বেদনার স্থানে সকালে এবং বিকালে ইথরের বাষ্প প্রয়োগ উপকারী । সেক্রাল স্বায়ুর স্থানে একচুয়ালকটারী প্রয়োগে আরোগ্য হষ্টতে পারে। জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্যবৰ্দ্ধন এবং মানসিক প্রফুল্লত। সম্পাদন উপকারী । কোকেন মফিয়ার অধস্বাচিক প্রয়োগ, এবং লেলেডোনার সপোজিটারী প্রয়োগ করা যাইতে পারে । অস্থিপীড়া ব্যতীত অন্য কারণে বেদন হইলে ফ্যারাডিক ব্যাটারী প্রয়োগ করিলে স্বফল হয় । উল্লিখিত চিকিৎসাতে কোন উপকার না হইলে অধস্বাচিক প্রণালীতে ককৃসিজিয়াল বন্ধনী এবং ককৃসিসের পৈশিক সংযোগ কৰ্ত্তন করা বিধেয় । ইহাতেও উপকার না হইলে কৰ্ত্তন করিয়া ককৃলিস্ উচ্ছেদ করা উচিত । কক্সিসের স্থানভ্রষ্টতাই পাড়ার কারণ চইলে এইরূপ অ:স্ত্রাপচারের পূৰ্ব্বে, জরায়ু, যোনি, বিটপ কিম্বা মলদ্বারের পীড়া বেদনার কারণ নহে, তাহ। স্তিরনিশ্চিত করা উচিত । ককৃসিস উচ্ছেদ করিতে হইলে পচন নিবারক প্রণালীতে মধ্য রেখায় কৰ্ত্তন করিয়া অস্থি দৃষ্ট হইলে তাহার সমস্ত সংযোগ বিযুক্ত এবং উচ্ছেদ করিৰে । কৰ্ত্তনের উভয় পার্থ "একত্র করিয়! গাট মুচার দ্বারা সম্মিলিত করিয়া পচন নিৰরিক প্রণালীতে ঔষধ প্রয়োগ করিবে ।