পাতা:স্ত্রী-রোগ.djvu/৬৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বন্ধাত্ব । 建>> যথোপযুক্ত উত্তাপু এবং আধারপ্রাপ্ত হইলে স্পারমেটোজোৱা কয়েক বন্ট। জীবিত থাকিতে এবং কিয়দূর গমন করিতে সক্ষম। উল্লিখিত অবস্থা সমূহের কোন একটর ব্যতিক্রম হইলেই গর্ভোৎপত্তির বিঘ্ন উপস্থিত হয় । অনেকে মনে করেন যে, কেবল স্ত্রীলোকেই বন্ধ হয়। বাস্তবিক পক্ষে কিন্তু তাঙ্গ নষ্ঠে । অনেকস্থলে পুরুষের ক্লীবত্বের জন্ত সস্তান টয় না, এইরূপ স্তলে স্ত্রী পত্য গুর পরিগ্রহ করিলেই তাছায় সস্তান হইতে দেখা যায় । সাধারণতঃ স্ত্রীলোক নিম্নলিখিত কারণবশতঃ বন্ধ্য হয় – আজিন্ম | — ১ । অগুশিয়, অওবহনল, জরায়ু ও যোনির অভাব। অত্যন্ত ক্ষুদ্র যোনি । - ২ । অগুবষ্টনল, জবায়ু এবং যোনির অবরোধ । ৩ । হষ্টিমেনের অবরোধ । ৪ । শুণ্ডাকৃতি জরায়ু, জরায়ু গ্রীবা মুথের অবরোধ । পরে উৎপন্ন — ১ । আওবহনলের, জরায়ুর এবং যোনির অবরোধ । ২ । • উল্লিখিত ঘল সমূহে অৰ্ব্বদের সঞ্চাপ । ৩ । আওবহনলের এবং জরায়ুর স্থানভ্রষ্টত । ৪। জননেন্দ্রিয়ের পুরাতন প্রদাহ । অণ্ডাশরের পীড়, অগুশরিক রজঃ কৃচ্ছত। ৬ । মেন্থে নাস ডিসমেনোরিয়া । ৭ । মেনোরেজিয়া । v । `गत्रम ऊटे । ৯ । প্রমেহ এবং উপদংশ পীড়ার শোচনীয় পরিণাম ।