পাতা:স্ত্রী-রোগ.djvu/৬৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

दकाङ् । \్వoళి পরস্ত জরায়ুগহবরে ষ্ট্রেম প্রয়োগ করিয়া রোগিণীকে চিকিৎসকের সাক্ষাৎ তত্ত্বাবধানে রাখা উচিত । ডিসূপেরিউনিয়া অর্থাৎ সঙ্গম কষ্ট বৰ্ত্তমান থাকিলে সস্তান হইতে পারে না। যে জষ্ঠ সঙ্গমকষ্ট হয়, তাহ দূর করা উচিত। সঙ্গম সম্পূর্ণ ন হইলে গর্ভ কইতে পারে কি না, তাত সন্দেহ । সতীচ্ছদ দ্বারা যোনিমুখ সম্পূর্ণ আবৃত, কেবল স্বল্প রন্ধু বর্তমান থাকার তন্মধ্য নিয়া শুক্র প্রবিষ্ট হওয়ায় অন্তঃসত্ত্ব হু ওয়া বিরল ঘটন নছে । এইরূপ স্থলে কখনও সঙ্গম সম্পূর্ণ হইতে পাবে না। স্বতরাং যোনির যে কোন স্থানে কিম্বা যোনিমুখে শুক্র পতিত হইলেই স্পারমেটোজোয়ার স্বাভাবিক শক্তিতে তাহা জবায়ুগহবরে প্রবিষ্ট এবং গর্ভোৎপত্তি হষ্টতে পারে ; তবে শুক্র সহজভাবে জবায়ুগহবরে প্রবিষ্ট হইতে পারে, এমত স্থানে পতিত হইলে সহজে গর্ভ হয় । অনেক বন্ধ্যা স্ত্রী প্রকাশ করে যে, সঙ্গমের পর তৎক্ষণাৎ সমস্ত শুক্র বহির্গত হইয়া যায়, তজ্জন্ত গর্ত হইতে পারে না । বাস্তবিক পক্ষে কিন্তু একথা সত্য নহে । শুকের সামান্ত অংশ যোনিগহবরে অবস্থিত হয় । পরস্তু যাকাদের সন্তান হয়, তাতাদের অনেকেরও ঐভাবে শুক্র বহির্গত হইয়া যায় । যাহা হউক, ঐরূপস্তলে ঘোনি গহবরে শুক্র প্রবেশমাত্র সাবধানে নিতম্বদেশ• উচ্চ—বক্ষঃজাতু অবস্থানে অবস্থান করিলে শুক্র বহির্গমনের প্রতিরোধ হইতে পারে । অবস্থাবিশেষে পারিবারিক বাসস্থানের দোষে ও অস্তঃসত্ত্ব দ্য ওয়ার বি ইতে পারে। তদুপস্থলে জলবায়ু পরিবর্তন উদ্দেশুে অন্ত স্থানে অবস্থান করিলে সস্তান হইতে পারে । অতিরিক্ত সঙ্গম গর্ভোৎপত্তির বিঘ্নোৎপাদক । বারবনিতাদিগের বন্ধত্বের ইহাও একটা প্রধান কারণ । পুরুষেরও ঐ কারণ বশতঃ উৎপাদিকাশক্তি বিনষ্ট হয় । অত্যধিক সঙ্গমরত পুরুষের শুক্রের