পাতা:স্ত্রী-রোগ.djvu/৬৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ब्राम्रोग्न लकन् । も信)● অস্ত্রাবরক ঝিল্লির প্রদাহ হইলে গুরিণামে স্ত্রীলোক বন্ধ্য হইতে পারে । এই সমস্ত বিষয় যথাস্থানে বিস্তৃতভাবে বর্ণিত হইয়াছে। পাঠকগণ ডিলমেনোরিয়া, ষ্টেনোসিস অব সারভিক্স, কঞ্জেনিটালমেলফরমেশন, প্রমে এবং ভেজাইনিসমাস ইত্যাদি বিষয় বিশেষরূপে অধ্যয়ন করিলেই বন্ধ্যত্ব এবং তাহার চিকিৎসার বিষয় হৃদয়ঙ্গম করিতে পারিবেন। চত্বারিংশ অধ্যায় স্বায়বীয় লক্ষণ । (Nervous Symptoms—a fossa সিমটমস্ ) | জননেন্দ্রিয়ের সমস্ত স্থানিক পীড়ার বিবরণ এবং তদ্যুৎপন্ন লক্ষণসমূহ ক্রমে ক্রমে বর্ণনা করিয়া আসিয়াছি । এক্ষণে উল্লিখিত স্থানিক পীড়ার পরম্পরিত ফল—প্ৰত্যাবৰ্ত্তক (Reflex symptoms) ato বীয় লক্ষণ সমূহের বিষয় অতি সংক্ষেপে আলোচনা করিব । য়েক্রাল ও কটিদেশের স্পাইন্যাল কর্ডের সস্থিত পেলভিক ও হাইপোগ্যাষ্টিক প্লেক্সাস দ্বারা যোনি, জরায়ু এবং অণ্ডাশয়ের সংযোগ বর্তমান আছে। পরস্ত স্প্যাঙ্কনিক স্নায়ু সঙ্গও উক্ত যন্ত্র সমূহের সংযোগ থাকায় এই সমস্ত যন্ত্রের কোন পীড়া হটলে তাঙ্গাব উত্তেজন প্রতিফলিত হইয়া অন্ত স্থানে স্নায়বীয় প্রত্যাবৰ্ত্তক লক্ষণ সমূহ উপস্থিত করে । জরায়ুর প্রতিফলিত ক্রিয়া চুচুকে প্রকাশ পায় --সারেটিক স্বায়ু সংযোগে ठूबबडौं অঙ্গে প্রতিফলিত হয় । অওশিয়ের পীড়া হইলে • প্রায় সমস্ত যন্ত্রেই তাঁহার কোন কোন লক্ষণ প্রকাশ পাইতে পারে ।