পাতা:স্ত্রী-রোগ.djvu/৬৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

घांब्ररीौञ्च लचकर्ण । ** লক্ষণ উপস্থিত হয়—আমরা প্রকৃত অবস্থা হৃদয়ঙ্গম করিতে অক্ষম হওয়ায় উপস্থিত লক্ষণ অতিরঞ্জিত মনে করিয়া ভ্ৰমে পতিত হই। স্বামীমুখে বঞ্চিত এবং গর্ভধারণ, প্রসব, দুগ্ধদান ও সস্তান লালনপালন ইত্যাদিতে নিরত স্ত্রীর স্বায়ুমণ্ডল সহজেই উত্তেজিত হইতে পারে। এই উভয়ের পার্থক্য এই যে, জমনেস্ট্রিয়ের অরধ गईcछ দূরীভূত না হওয়ায় মানসিক শক্তি উত্তরোত্তর নিস্তেজ হইতে থাকে, কিন্তু মুখসমম্বিত হওয়ায় সস্তান সংশ্লিষ্ট স্বায়বীয় অবসন্নভ। সহজেই অস্তৰ্হিত হয় । এষ্ট সমস্ত লক্ষণোৎপত্তির মূল—নিউরেস্থিনিয়া । নিউরেস্থিনিয়া (Neurasthenia) –নিউরেস্থিনিয়া বলিলে সাধারণতঃ স্নায়বীয় দুৰ্ব্বলতা বুঝায়। ইহা ছুইটী বিশেষ প্রকৃতি বিশিষ্ট,—প্রত্যাবৰ্ত্তক উত্তেজনার আধিক্য এবং বেদনা, যন্ত্রণ ইত্যাদি সহ শক্তির হ্রাস ও অবসরতার বৃদ্ধি । মায়ুকেন্দ্রের স্বল্প পরিবর্তন জল্প এই লক্ষণ উপস্থিত হয় সত্য, কিন্তু উক্ত পরিবর্তন এত সামান্ত যে, বর্তমান সময় পর্য্যস্ত আমরা তাহ নির্ণয় করিতে অক্ষম। অথচ নানাবিধ লক্ষণ উপস্থিত হইতে দেখি । জননেন্দ্রিয়ের স্থানিক পীড়ার জন্ত স্নায়বীয় লক্ষণ উপস্থিত হইয়াছে, কিম্ব স্নায়বীয় দুৰ্ব্বলতা প্রবল থাকায় স্থানিক সামান্ত পীড়ার প্রতি অধিক মনোযোগ মাকৃষ্ট হইয়াছে, চিকিৎসারস্তের পুৰ্ব্বে তাঃ স্থির করা অবিশুক । উভয়ের পার্থক্য নিরুপণ জন্ত নিউরেস্থিনিয়া এবং হিষ্টিরিয়া সম্বন্ধে অভিজ্ঞতার আবশুক । স্ত্রীপুরুষ উভয় শ্রেণীতেই উক্ত স্থই পীড়া হইতে দেখা যায় সত্য, কিন্তু বৰ্ত্তমান সময়ে স্ত্রীলোকদিগের মধ্যে উহার প্রাদুর্ভাৰ অধিক জন্য কোন বিশেষত্ব না থাকা সত্বেও এ স্থলে স্ত্রী-জননেন্দ্রিয় সংশ্লিষ্ট অংশ সংক্ষেপে উল্লিখিত হইল। জরায়ুগ্ৰীবার সামান্ত বিদারণ বা জরাযুরসম্মুখ বক্রতা ইত্যাদি অতি সামান্ত পীড়ায় স্বায়বীয় লক্ষণ সমূহ এত বিস্তৃতভাবে প্রকাশিত হয় যে,