পাতা:স্ত্রী-রোগ.djvu/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ty স্ত্রী-রোগ । যোনি নিম্নাবতরণ করিলে মুত্রাশয়ের উক্ত প্রাচীর আকৰ্ষিত হয় । এই প্রাচীরের সম্মুখনিম্নাংশ মধ্যে মূত্ৰনলী দড়ার স্তায় অনুভব করা যায়। পশ্চাৎ প্রাচীর সরলাস্ত্র সহ সংলিপ্ত, কিন্তু প্রথমোক্তের ন্যায় তত দৃঢ় ভাবে সম্বন্ধ নহে। স্ত্রীলোক বিশেষে প্রাচীরের দীর্ঘত্বের নুনাধিক হইয়া থাকে। ঘোনির উভয় পাশ্বে ব্রড লিগামেণ্ট ও বস্তিগহবরের ঝিল্লি এবং উৰ্দ্ধ দিকে জরায়ুর নিম্নাংশ ও পেরিটোনিয়মের ভাজ দ্বারা সীমাবদ্ধ । এই অস্ত্রবিরক ঝিল্লি পশ্চাৎ প্রাচীরের উদ্ধ এক তৃতীয়াংশ ও আর ত করে । .. জরায়ুগ্ৰীবা যোনি মধ্যে অবস্থিত, ইষ্ট র এবং যোনিপ্রাচীর এষ্ট উভয়ের মধ্যস্থিত স্থান কুল-ডি-স্থা ক অর্থাৎ থলিয়া নামে অভিহিত। পশ্চাদিকের কুপ-ডি-স্তাক বৃহৎ, ইঙ্গরই উপরে পেরিটোনিয়মের ইউটিরে রেকটাল ভাজ দ্বারা ডগলাসের পাউচ নিৰ্ম্মিত । • যোনি শ্লৈয়িক, পৈশিক এবং কোৰ্ষিক ঝিল্লি দ্বারা নিৰ্ম্মিত । অভ্যন্তরে শ্লৈষ্মিক ঝিল্লি ঘন সন্নিবিষ্ট সংযোগ এবং স্থিতিস্থাপক তত্ত্ব দ্বারা নিৰ্ম্মিত । সমুখ ও পশ্চাৎ প্রাচীরের শ্বৈষ্মিক ঝিল্লির মধ্যস্থলে মুখগহববের তালুর অনুরূপ অমূলদ্ধ উচ্চ আলী দ্বারা চিহ্নিত। এই রাফী যোনির অগ্র এবং পশ্চাৎ কলম নামে উক্ত হয় । অগ্র কলম মূত্রনালীর মুখের অব্যবহিত পশ্চাৎ হইতে আরম্ভ ও সুস্পষ্ট । পশ্চাৎট তত সুস্পষ্ট নহে। দ্বিযোনি স্থলে এই উভয় আলী ঝিল্লি দ্বার সংযোগ হয় । এই কলম হইতে উভয় পাশ্বে অনুপ্রস্থ ভাবে শৈল্পিক ঝিল্লির ভাজ সমূহ গমন করিয়াছে। তজ্জন্ত উক্ত স্থান সমূহ তরঙ্গায়িত অর্থাৎ অসমান দেখায়। যোনির সম্মুখে এবং কুমারীদিগের এইরূপ উচ্চ-নীচ ভাজ সংখ্যায় অধিক । ক্রমে হ্রাস হইয়। গ্রীবার সন্নিকটে মস্বর্ণ ভাব ধারণ করে। অধিক প্রসব হইলে এবং বুদ্ধ বয়সে উচ্চতার হ্রাস হয়। কিন্তু কখন বিলুপ্ত হয় না। এই প্লৈয়িক ঝিল্লিসমূহ স্বল্প বৰ্দ্ধন দ্বারা