পাতা:স্ত্রী-রোগ.djvu/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3G স্ত্রী-রোগ । ফগুস্, বর্তী, সারভিক্স এই তিন অংশে রিভক্ত করিয়া বর্ণনা করা হয়। স্বাভাবিক অবস্থায় কুমারীদিগের ফওস অর্থাৎ উদ্ধাংশ সম্মুখোন্ধ এবং গ্রীবা পশ্চাদধঃ মুখে থাকে (২য় চিত্র ) । লম্বোসেক্রাল সংযোগ হষ্টতে একটা রেখ পিউবিস অস্থির অধঃধার পর্য্যন্ত এবং সেক্রমের ৪র্থ খণ্ডেব অধঃপার হইতে সিম্ফিসিসের অধঃধার পর্য্যস্ত অপর একটা রেখা টানিলে জরায়ুর অক্ষ রেখা স্থির হয় । উৰ্দ্ধস্থিত রেখা ফণ্ডসের উৰ্দ্ধ কিনার এবং অধঃ বেখা গ্রীবার মধ্যাংশ স্পর্শ করে । কিন্তু নানা ২য় চিত্র। কুমারীর জরায়ুর স্বাভাবিক অবস্থান। কারণে উক্ত অবস্থানের পরিবর্তন সংঘটিত হয়। মূত্রাশয় মুত্র দ্বার পরিপূর্ণ হইলে জরায়ু সরলান্ত্রের দিকে (৩য় চিত্র) এবং সরলান্ত্র মল দ্বারা পরিপূর্ণ হইলে মুত্রাশয়ের দিকে স্থানভ্রষ্ট হয়। যুদি উভয় যন্ত্রই পরিপূর্ণ থাকে, তবে উদ্ধাভিমুখে সঞ্চালিত হওয়ার সম্ভাবনা। এই সকল ঘটনায় জরায়ুর ফণ্ডস-গ্রীবার সংযোগ সরল রেখার গত্বি পরিবর্তিত হওয়ায় সেক্রম কক্সিক্সের সংযোগ-স্থলে পতিত না হইয়।