পাতা:স্ত্রী-রোগ.djvu/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্ত্রী-জননেfজয় । bo অল্প বয়সে জরায়ুর সমস্ত দৈর্ঘ্য পরিমাণের অৰ্দ্ধেক গ্রীবা। ফেলোপিয়ন নলের সংযোগ-স্থল সৰ্ব্বাপেক্ষা প্রশস্ত। বউীর কেন্দ্র-স্থল সৰ্ব্বাপেক্ষ স্থল । - অণ্ডবহানলের সংযোগ-স্থলের উদ্ধাংশ ফণ্ডস, এই অংশ গোলাকার। উক্ত নলের সংযোগ-স্থলের নিম্ন হইতে গ্রীবার উদ্ধাংশ পৰ্য্যন্ত বডী অর্থাৎ দেহ, এই স্থানের অভ্যস্তরেই ভ্রণ পরিবদ্ধিত হয় । অবশিষ্ট যে অংশ ধোনি মধ্যে থাকে, তাহার নাম সারভিক্স । এই অংশ সঙ্কুচিত বা প্রসারিত থাকিতে পারে, টঙ্কার আকৃতি স্থূলান্ত চুড়ার অনুরূপ। চারি লাইন মাত্র যোনি মধ্যে এবং অবশিষ্ট অংশ যোনির শ্লৈষ্মিক ঝিল্লি দ্বারা আবৃত থাকে। কুমারী এবং জননীদিগের জরায়ুর আকৃতি এবং প্রকৃতি বিভিন্নরূপ। গ্রীধার ছিদ্রের নাম অস্ ইউটরাই অর্থাং জরায়ু-মুখ। ইহা অনুপ্রস্থভাবে বিদারবং, নাসিকার অস্তুে অঞ্জলি-স্পর্শের স্থায় অনুভবনীয়। দুই খণ্ড ওষ্ঠের দ্বারা আবৃত, সম্মুখ ওষ্ঠ বৃহৎ, কোমল, মস্বণ এবং সমান। সস্তান প্রসবের পর চুড়াকৃতির পরিবর্তন, গ্রীবা ক্ষুদ্র, বিষম, কিম্বা বিলুপ্ত হইতে পারে। সাধারণতঃ প্রসবের পর মুখ বুছ২, ওষ্ঠ বিদারযুক্ত, দোদুল্যমান হয়, বুদ্ধ বয়সেও নানারূপ পরিবর্তন হয়—গ্রীব ক্ষয় বা বিলুপ্ত হইলে যোনির ছাদে জরায়ু-মুখ লক্ষিত হওয়া আশ্চর্য নহে । যোনি-মধ্যস্থিত গ্রীব। তিন অংশে বিভক্ত-সুপ্রা-ভেজাইথাল, ইনফ্রা-ভেজাইথাল এবং উভয়ের মধ্যবর্ভা অংশ। o গ্রীবার স্থানভ্রষ্টতা, বিবৃদ্ধি, দোদুল্যমানত প্রভূতি নির্ণয় এবং অস্ত্রোপচার জন্ত উক্ত বিভাগ অবগত হওয়া উচিত। ইনফ্রা-ভেজাইম্ভাল অংশ.২-৪ ইঞ্চ দীর্ঘ, কোমল, কিন্তু পীড়ার জথ ইহার আকৃতি এবং গ্রকৃতি উভয়েরই পরিবর্তন হয়। কখন চুচুক বা মোচার অনুরূপ আকৃতি ধারণ করে ।