পাতা:স্ত্রী-রোগ.djvu/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্ত্রী-জননেক্ৰিয় । S (E পারে। বাহ মুখ আৰ্ত্তৰ আবের পর সমুচিত এবং বৃদ্ধ বয়সে বিলুপ্ত হইতে পারে। - •) জরায়ু পেরিটোনিয়ম, মাসকিউলার এবং মিউকস এই তিন পর্দা দ্বারা নিৰ্ম্মিত। পেরিটোনিয়ম মূত্রাশয়ের পশ্চাৎ প্রদেশ হইতে প্রতিফলিত হইয়া জরায়ুর সন্মুখ প্রদেশের তিন চতুর্থাংশ, ফওস, সমগ্র পশ্চাৎ প্রদেশ, এবং যোনির পশ্চাৎ প্রাচীরের কিয়দংশ আবৃত করার পর উদ্ধ দিকে সরলান্ত্রের সম্মুখে গমন করে। এতদ্বারাই সন্মুখে অগ্র পাউচ বা ইউটিরো-ভেজাইন্তাল স্তবক, পশ্চাতে অৰ্দ্ধ চন্দ্রাকৃতির ভঁাজদ্বয় দ্বারা ডগলাসের পাউচ এবং ইউটিরো-সেক্রাল বন্ধনী প্রস্তুত হয়। পৈশিক স্তর তিন অংশে বিভক্ত, সিরস এবং মিউকস স্তরের অভ্যস্তরে স্থিত। বৃত্তাকাব, অনুলম্ব এবং অনুপ্রস্ত স্বত্রে গঠিত। পৈশিক স্কুরের মধ্যে যথেষ্ট শোণিত-বাহিক গমন করে, সংযোগতস্ত দ্বারা দৃঢ় সম্মিলিত, স্বত্র স্থিতিস্থাপক। গর্ভাবস্থায় অত্যন্ত বৰ্দ্ধিত হয়। ' শ্লৈয়িক স্তর দ্বারা জরাযুর অভ্যন্তর প্রদেশ আবৃত। পৈশিক স্তরের সহিত দৃঢ় সম্মিলিত ; গু হইতে ; ইঞ্চ স্থল । গ্রীবার অভ্যন্তর মুখের সন্নিকটে একটা রেখা দ্বারা দেহের এবং গ্রীবার প্লৈয়িক ঝিল্লির পার্থক্য নিরূপিত হয় । শ্লৈষ্মিক ঝিল্লির প্রদেশে , ইঞ্চ পরিধি বিশিষ্ট মুখ দ্বারা ইউটিকিউলার গ্রন্থির নলের মুখ সমূহ উন্মুক্ত। এই প্রকার ছিদ্রসমন্বিত হওয়ায় প্লৈয়িক ঝিল্লির সাধারণ দুখ মধুক্রমবৎ। উক্ত মুখ হইতে নলসমূহ অভ্যন্তরে প্রবেশ ও শাখা প্রশাখায় বিভক্ত এবং পৈশিক স্তর পর্যন্ত বিস্তৃত হয়। স্তম্ভfকার কোয এবং সিলিয়া সম্মিলিত, আৰ্ত্তব স্রাব এবং গর্ভাবস্থায় শ্লৈষ্মিক ঝিল্লি স্থূল হয়, গ্রীবার শ্নৈগ্নিক ঝিল্লি স্তরে বিস্তস্ত এবং বহুসংখ্যক স্বল্প নলাকার বৰ্দ্ধন সমন্বিত, ইহার শ্ৰাব পীতাভবর্ণযুক্ত গাঢ় চটচটে, ক্ষারাক্ত শ্লেষ্মা ।