পাতা:স্পেনীয় মুসলমান সভ্যতা.djvu/১

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।



স্পেনীয়

মুসলমান সভ্যতা।

‘উদ্বোধন,’ ‘উচ্ছ্বাস,’ ‘নব উদ্দীপনা,’ ‘স্ত্রীশিক্ষা,’ ‘স্পেনীয়
মুসলমান সভ্যতা,’ ‘সুচিন্তা,’ ‘আদব কায়দা শিক্ষা,’
‘তুরস্ক ভ্রমণ,’ ‘তুর্কী নারীজীবন,’ ‘সঙ্গীত-
সঞ্জীবনী,’ ‘স্পেনবিজয় কাব্য,’ ‘রাজ-
নন্দিনী’ প্রভৃতি গ্রন্থপ্রণেতা—


গাজী

সৈয়দ আবু মোহাম্মদ ইস্‌মাইল হোসেন সিরাজী

(কবি সোলতান ও ওয়াযেজল এস্‌লাম)

প্রণীত।


তৃতীয় সংস্করণ—পরিবর্দ্ধিত।


গ্রন্থকার কর্ত্তৃক প্রকাশিত।

জ্যৈষ্ঠ, ১৩২৩ সাল।

জুন ১৯১৬ খৃঃ।

মূল্য।৴৹ আনা