পাতা:স্পেনীয় মুসলমান সভ্যতা.djvu/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

(৭৩)

কাব্য ও গল্প সংক্রান্ত অন্যূন ৬০০ শত গ্রন্থ রচিত হইয়াছে। আল্‌ হামরার কাহিনী লিখিয়া কত ঐতিহাসিক ও কবি যে খ্যাতি লাভ করিয়াছেন, তাহা ভাবিলে অবাক হইতে হয়। এক্ষণেও প্রতি বৎসর সহস্ৰ সহস্র ভাস্কর ঐতিহাসিক কবি ও পর্য্যটক আল্‌ হামরার দৃশ্য দেখিতে আগমন করেন। আল্‌ হামরা আজও জগতের সর্ব্ব প্রধান কীর্ত্তি। তাজমহল অপেক্ষাও আল্‌ হামরার গৌরব অনেক বেশী। আল্‌ হামরার দেখিয়া লোকে প্রফুল্প এবং আনন্দিত হয়; কিন্তু আল্‌ হামরা দেখিয়া লোকে স্তম্ভিত এবং বিস্মিত হইয়া পড়ে। তাজমহল পৃথিবীর বক্ষে ভাস্কর্য্য শিল্পের একটা বিরাট গোলাপ ফুল, কিন্তু আল্‌ হামরা জগতের বক্ষে বহু গোলাপের কমনীয় কুঞ্জ! বহু তাজের সৌন্দর্য্য একত্র মিশাইলে যাহা হয়, আল্‌ হামরা তাহাই; আল্‌ হামরা কবিত্বের বিরাট নন্দনকানন।