পাতা:স্বদেশ ও সাহিত্য-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বদেশ আবিষ্কার করলেন জন দুই উকীল বিলাতী কাপড় কেনেন না, এবং একজন তার বক্তৃতায় মুগ্ধ হয়ে তৎক্ষণাং প্রতিজ্ঞ করলেন, ভবিষ্যতে তিনি আর কিনবেন না। ফেরবার পথে প্রফুল্লচন্দ্র প্রফুল্ল হ’য়ে আমার কাণে কাণে বললেন, ই, জেলাটা উন্নতিশীল বটে। আর a FF GICs of Fa, Civil disobedience çRIą z Trīsfāfề declare করতে পারবেন। আর জনসাধারণ ? সে তো সৰ্ব্বথা ভদ্রলোকেরই অনুগমন করে । এ চিত্র দুঃখের চিত্র, বেদনার ইতিহাস, অন্ধকারের ছবি ; কিন্তু এই কি শেষ কথা ? এই অবস্থাই কি এ জেলার লোক নীরবে শিরোধাৰ্য্য করে নেবে ? কারও কোন কথা, কোন ত্যাগ, কোন কৰ্ত্তব্যই কি দেখা দেবে না ? যারা দেশের সেবা-ব্রতে জীবন উৎসর্গ করেছে, যারা কোন প্রতিকূল অবস্থাকেই স্বীকার করতে চায় না, যারা Governmentএর কাছেও পরাভব স্বীকার করেনি, তারা কি শেষে দেশের লোকের কাছেই হার মেনে ফিরে যাবে ? আপনার কি কোন সংবাদই নেবেন না ? è &ρΓε κιβτβ χβτ αττ^τα Provincial Congress Committeeর কথা উল্লেখ করার ইচ্ছা ছিল, কিন্তু আর লজ্জা বাড়িয়ে তুলতে আমার প্রবৃত্তি হয় না। আমার এক আশা, সংসারের সমস্ত শক্তিই তরঙ্গ গতিতে অগ্রসর হয় । তাই তার উত্থান পতন আছে, চলার বেগে যে আজ নীচে পড়েছে, কাল সেই আবার উপরে উঠবে, নইলে চলা তার সম্পূর্ণ হবে না। পাহাড় গতিহীন, নিশ্চল, তাই তার শিখরদেশ একস্থানে উচু হয়েই থাকে, তাকে নামৃতে হয় না। কিন্তু বায়ু-তাড়িত সমুদ্রের সে У о